Ushasi Ray Grihaprabesh: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ ঊষসী রায়। ছোট পর্দার দর্শকের দরবারে তাঁর অভিনয় খুবই প্রশংসিত। সিরিয়ালের গণ্ডি পেরিয়ে সিনেমা-সিরিজেও চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। একটা লম্বা সময় টেলিভিশন থেকে দূরে ছিলেন। দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে ফের মেগার দর্শকের দিল জিততে আসছে শুভলক্ষ্মী ওরফে ঊষসী রায়। নতুন ধারাবাহিকের নাম 'গৃহপ্রবেশ'। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই মন ছুঁয়েছে সিরিয়ালপ্রেমীদের। আজকাল তো সিরিয়ালের আনাগোনা যেমন লেগেই আছে তেমনই আবার স্বল্প সময়ের মেয়াদেই বন্ধ হয়ে যাচ্ছে অনেক ধারাবাহিক। বদলে যাচ্ছে মেগার কেন্দ্রীয় চরিত্রও। এর মাঝেই সিরিয়ালে কামব্যাক প্রসঙ্গে কী বললেন টেলি অভিনেত্রী ঊষসী রায়?
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ঊষসীর সঙ্গে। তিনি বলেন, 'প্রত্যেকটা বিষয়েরই একটা ভাল দিক আর একটা খারাপ দিক থাকে। এখন হয়তো অনেক সিরিয়াল বন্ধ হচ্ছে, লিড বদলে যাচ্ছে ঠিকই, অতীতেও এই ঘটনা দেখেছি। তবে এর পিছনে যথার্থ কোনও না কোনও কারণ থাকে। শুধু সিরিয়াল কেন, সিনেমা-সিরিজের কাজের ক্ষেত্রেও তো প্রতিকূলতা থাকে। সব কিছুর মধ্যেই একজন শিল্পীকে কাজ করতে হয়।'
ঊষসী যোগ করেন, 'যদি 'সিকিওরিটি' বা 'রিচ'- এর প্রসঙ্গে আসি তাহলে বলব পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সিরিয়ালকে অন্য কিছু ছুঁতে পারেনি। বিশেষত বর্তমান পরিস্থিতিতে যখন মানুষ ১৫ সেকেণ্ড বা ২০ সেকেণ্ডের রিল দেখতে ব্যস্ত। গ্রামবাংলার মানুষ হোক বা শহরে কোনও শো করতে যাই বা ইভেন্টে যাই তখন বুঝতে পারি সিরিয়ালের রিচ-টা সিনেমা-সিরিজের থেকে অনেক বেশি। এটা অস্বীকার করার কোনও উপায় নেই'।
অভিনেত্রী বলেন, 'আমি একজন শিল্পী। আমার সবচেয়ে ভাল লাগার জায়গা অভিনয়। ক্যামেরার সামনে দাঁড়ানোটাই আমার কাছে সেরা প্রাপ্তি, তা সে যে মাধ্যমেই হোক। ছোট থেকে থিয়েটার করেছি। বড় হয়ে অভিনয়কে পেশা হিসেবে পেয়েছি। সেটা তো আমার কাছে ভগবানের আশীর্বাদ। কাজটা আমি ভালবেসে শ্রদ্ধার সঙ্গে করি। তাই আমার কাছে সিনেমা-সিরিজ-সিরিয়াল সবটারই সমান গুরুত্ব। প্রত্যেকদিন ফ্লোরে এসে ক্যামেরার সামনে দাঁড়ানোটা আমার কাছে অনেক বড় পাওনা। পজেটিভ-নেগেটিভের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে'।
ঊষসীর সংযোজন, 'একটা সিরিজের শ্যুটিং হয় ১৫-২০ দিন। প্রত্যেক মাসেই তো আর সিরিজের শ্যুটিং থাকে না। কিন্তু, সিরিয়ালে কাজ করলে একটা লম্বা সময় সেটার সঙ্গে যুক্ত থাকা যায়। ওই প্র্যাকটিসটার মধ্যে থাকা যায়। মানুষের জীবন তো সবসময় একরকম থাকে না। যখন মনে হয়েছিল আমি একটানা সিরিয়ালে কাজ করছি একটু ব্রেকের দরকার তখন তো নিয়েছি। চার বছর পর মনে হল আবার এই রুটিনটার মধ্যে এলে একঘেয়েমি লাগবে না'।
আরও পড়ুন: 'নতুনদের আরও বেশি সুযোগ দিতে হবে', IFFI-র মঞ্চে 'ছাদ' সমাদৃত হতেই বললেন পাওলি