/indian-express-bangla/media/media_files/2025/10/28/indu-2025-10-28-17-45-52.jpg)
কী বললেন অভিনেত্রী?
Indulekha recalls judgemental comments: মালায়ালম টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দুলেখা, যিনি দীর্ঘসময় ধরে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি সমাজের দৃষ্টি ও ব্যক্তিগত জীবনের, লড়াই নিয়ে মুখ খুলেছেন। বহু বছর ধরে তিনি আলোচনায় থাকলেও, অভিনেত্রী স্বীকার করেছেন যে এখনও সমাজকে ভয় পান। বিশেষত তাঁর স্বামীর মৃত্যুর পর সেই ভয় আরও বেড়ে যায়।
‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দুলেখা বলেন, "আমার স্বামী, পরিচালক শঙ্করন পোট্টি মারা যাওয়ার সময়, আমি একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছিলাম। আমার মেয়ে তখন খুব ছোট। বাইরে বেরোলে মানুষের সমালোচনামূলক মন্তব্য শুনতে পেতাম, তাদের অদ্ভুর দৃষ্টি টের পেতাম। তাই কাজ করার আগে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হত।"
সিনে জগতে বিরাট ক্ষতি, চলে গেলেন 'দ্যা মোস্ট বিউটিফুল বয়'
তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, সমাজকে ভয় পাওয়ার কোনও মানে নেই। তাঁর কথায় "জীবন তখনই এগিয়ে যায় যখন আমরা আমাদের দায়িত্ব পালন করি। বিধবা হয়ে বেঁচে থাকা সহজ নয়। আগে কেউ কিছু বললে খুব খারাপ লাগত, আমি একা একা কাঁদতাম। এখন কেউ কিছু বললে আমি আর গুরুত্ব দিই না।"
ইন্দুলেখা মনে করেন, সমাজ এখনও মানসিকভাবে সম্পূর্ণ বদলায়নি। তাঁর কথায়, "অনেক শিক্ষিত মানুষও পুরনো ধাঁচের চিন্তাধারায় আটকে আছেন। আসলে, আমার পরিচিত অনেকের কাছ থেকেই আমি কষ্ট পেয়েছি।"
Koushani Mukherjee: 'এসব শুনে শুনে এখন চামড়া মোটা হয়ে গিয়েছে', কেন এমন তীর্যক মন্তব্য টলি ক্যুইন কৌশানীর?
এর আগেও ফ্লাওয়ার্স ওরুকোডি অনুষ্ঠানে তিনি তাঁর প্রেম ও বিয়ের গল্প শেয়ার করেছিলেন। কলেজ জীবনে শঙ্করন পোট্টির সঙ্গে প্রেমে পড়েন ইন্দুলেখা। পরিবার মানবে না জেনে, গোপনে নিবন্ধিত বিয়ে করেন। “আমি নাচের ক্লাসে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যাই, বিয়ে করি এবং সন্ধ্যায় আবার ফিরে আসি,” তিনি হাসতে হাসতে বলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us