একনজরে কাম্যা পাঞ্জাবির রিসেপশনের ছবি

শক্তি ধারাবাহিকের অভিনেতা কাম্যা পাঞ্জাবি ও শলাভ ড্যাং-গাঁটছড়া বাঁধেন ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার ছিল তাদের রিসেপশন।

শক্তি ধারাবাহিকের অভিনেতা কাম্যা পাঞ্জাবি ও শলাভ ড্যাং-গাঁটছড়া বাঁধেন ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার ছিল তাদের রিসেপশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kamya Panjabi

কাম্যা পাঞ্জাবি 'হ্যাপি ব্রাইড'। Photo: Salil Sand/Instagram

স্বপ্নের বিয়েপ পর, টেলিভিশন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি এবং স্বামী শলাভ ড্যাং, মঙ্গলবার তাদের রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন। ১০ ফেব্রুয়ারি, ঘনিষ্ট বন্ধু-বান্ধব ও পরিবারের মানুষদের সামনে গাঁটছড়া বাঁধেন কাম্যা পাঞ্জাবি ও শলাভ ড্যাং। বিয়ের আগে দিন ৯ ফেব্রুয়ারি ছিল এনগেজমেন্ট ও মেহেন্দি অনুষ্ঠান।

Advertisment

শলাভ ড্যাং একজন হেলথকেয়ার প্রফেশনাল। তাঁর সঙ্গে কাম্যার প্রেম সংবাদমাধ্যমে বেশ চর্চিত ছিল গত বছর থেকেই। কাম্যা ও শলাভ যে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস, সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছিল তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের থেকে।

রিসেপশনের দিন কাম্যার ইনস্টাগ্রাম পেজে তাদের ছবির বন্যা হয়েছে। নতুন দম্পতির ছবিতে ছয়লাপ সোশাল মিডিয়া। কবিতা কৌশিক, সুচিত্রা পিল্লাই এবং পূজা সিং-এর মতো ইন্ডাস্ট্রির বন্ধুদেরও দেখা মিলল রিসেপশনের অনুষ্ঠানে।

Advertisment

আরও পড়ুন, বিষয় ‘ছপাক’, রাজস্থান বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট বিরোধীদের

কাম্যা নিজেও বাগদান, হলদি এবং মেহেন্দি ও বিয়ের ছবি-ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। দেখুন সেই সমস্ত ভিডিও-

View this post on Instagram

❤️❤️ #shubhmangalkasha @shalabhdang @theglamweddingofficial ❤️ #sagai

A post shared by Kamya Shalabh Dang (@panjabikamya) on

View this post on Instagram

#shubhmangalkasha @shalabhdang ❤️ @theglamweddingofficial #haldi

A post shared by Kamya Shalabh Dang (@panjabikamya) on

View this post on Instagram

#shubhmangalkasha @shalabhdang @theglamweddingofficial #mehendikirasm

A post shared by Kamya Shalabh Dang (@panjabikamya) on

আরও পড়ুন, সারা-অক্ষয়-ধনুশ নতুন ছবিতে, শুটিং শুরু তাড়াতাড়ি

কাম্যা ও শলাভ-দু'জনেরই দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে বান্টি নেগি-র সঙ্গে বিয়ে হয় তাঁর। বান্টি ও কাম্যর ১০ বছরের এক মেয়ে রয়েছে। ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের পরে বেশ কিছুটা সময় একাই ছিলেন কাম্য। অন্যদিকে, আগের বিয়ে থেকে একটি ছেলে রয়েছে শলাভের।

টেলিভিশনে শক্তি ধরাবাহিকে প্রীতো হরক সিং, অস্তিস্ব কে এহসাস কি-র মতো শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। আগেও ডোলি আরমানও কি, বেইনতেহা, মর্যাদা ও পরবরিশ-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন কাম্যা। বিগ বস ৭-এও সদস্য ছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood