/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/anushka-sharma-ipl-2018.jpg)
চিন্নাস্বামী গ্য়ালারিতে অনুষ্কা।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সম্পর্কের শুরু থেকেই বিভিন্ন কারণে বার বার উঠে এসেছেন খবরের শিরোনামে। একজন বাইশগজের সুপারম্যান আর অন্যজন কাঁপান বক্সঅফিস। ইদানীং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রায় প্রতি ম্যাচেই বিরাটকে বাড়তি উৎসাহ জোগাতে হাজির থাকছেন অনুস্কা। গত রাতেও তার ব্যাতিক্রম ঘটল না।
গত রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৫ রান তোলে কোহলির দল, পাল্টা জবাবে ১৭৬ রান তুলে এদিন ম্যাচ জিতে নেন নাইটরা। স্টেডিয়ামে হাজির থেকে কোহলিকে চিয়ার করলেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/anushka-sharma-3.jpg)
আরও পড়ুন: RCB v KKR: চোখ থাকবে যাদের দিকে
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/anushka-sharma-12.jpg)
আরও পড়ুন: আইপিএল ২০১৮: এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেলেন কারা?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/anushka-sharma-22.jpg)
প্রসঙ্গত, আগামী ১মে মুম্বই ইন্ডিয়ান্সদের বিরুদ্ধে মাঠে নামবেন টিম বিরাট কোহলি। ওদিন আবার নায়িকার জন্মদিন। সুতরাং নায়িকার জন্য় কোহলির তরফ থেকে কী সারপ্রাইজ অপেক্ষা করছে সেটাই দেখার জন্য় অপেক্ষায় আপামর দর্শক। এখন বি-টাউনের অন্যতম ব্যস্ত নায়িকা অনুষ্কা সুই ধাগা ছবির শ্য়ুটিং-এ ব্য়স্ত। চলতি বছর একই সঙ্গে মুক্তি পাবে সুই ধাগা এবং সনজু সিনেমাদুটি। এবং, এই দুটো ছবিতেই দেখা মিলবে মিসেস বিরাট কোহলির। তবে এরকম ব্যস্ত শিডিউলেও স্বামীর কোনও ম্যাচেই মিস করতে রাজি নন তিনি।