/indian-express-bangla/media/media_files/2025/09/10/cats-2025-09-10-11-56-46.jpg)
সমাজসেবী জ্যাকলিন
Bollywood Actress Jacqueline Fernandez: বিটাউনে দিলদরিয়া হিসেবে বিশেষ পরিচিত সলমন খান। ইন্ডাস্ট্রির অনেকের কাছে তিনি গদফাদার আবার বহু দুঃস্থ মানুষের কাছে তিনি দেবদূত। পেজ ৩-এর খবরে প্রায়ই উঠে আসে ভাইজানের বিরাট মনের পরিচয়। সেই তালিকার নয়া সংযোজন সলমনের সহ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী একটি মুহূর্ত ভাইরাল। বিরল রোগে আক্রান্ত শিশুর সঙ্গে সময় কাটাচ্ছেন কিক অভিনেত্রী। ছোট্ট সোনাকে আদরও করছেন। ফুলের মতো নিষ্পাপ এই ছোট্ট প্রাণের চিকিৎসার খরচ সম্পূর্ণ তিনি বহন করবেন। মা-বাবাকে প্রতিশ্রুতি বলি ডিভা জ্যাকলিনের।
হাইড্রোসেফালাস নামের এক বিরল রোগে আক্রান্ত এই শিশু। মস্তিষ্কের ভেন্ট্রিকলে অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) জমে চাপ সৃষ্টি করে। জ্যাকলিনের সঙ্গে ছিলেন মুম্বই-ভিত্তিক সমাজসেবী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হুসেইন মানসুরি। তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্ডেজজি। আপনি সত্যিই এক নিষ্পাপ আত্মা। সবার কাছে অনুরোধ করি এই ছোট্ট প্রাণটির জন্য প্রার্থনা করুন।' জ্যাকলিনও প্রত্যুত্তরে লিখেছেন, 'ধন্যবাদ হুসেইন ভাই। আসুন আমরা সকলে মিলে মোহাম্মদ ও তার পরিবারের জন্য প্রার্থনা করি।'
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে জ্যাকলিন ফার্নান্ডেজ PETA-র মতো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পশু-অধিকার ও শিশু শিক্ষার জন্য কাজ করেছেন। তিনি হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির সঙ্গে যুক্ত হয়ে 'জ্যাকুলিন বিল্ডস' নামক বন্যা ত্রাণ প্রকল্পেরও কাজ করেছেন এবং জাতিসংঘের 'ওয়াইল্ড ফর লাইফ' ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত ছিলেন। এছাড়া মানসিক স্বাস্থ্যের সচেতনতা বাড়াতে ও মেডিটেশন সম্পর্কিত ক্যাম্পেইনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন শ্রীলঙ্কান বিউটি।
আরও পড়ুন মাত্র ১ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ, শৈশবের স্মৃতিচারণায় তনুজা কন্যা তানিশা
ভিডিওতে অনুষা দান্ডেকরের প্রতিক্রিয়া, 'এই মিষ্টি ছোট্ট ফেরেশতা আর জ্যাকি, তোমাদের দুজনকে অনেক ভালোবাসা।' এক ভক্ত কমেন্টে লিখেছেন, 'শিশুটিকে শিগগিরই খেলতে, বসতে আর হাঁটতে দেখার অপেক্ষায় আছি। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।' অপর একজন লিখেছেন, 'চলুন সবাই মিলে শিশুটির জন্য প্রার্থনা করি। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।'
আরও পড়ুন ভুয়ো ওয়েবসাইটে বিকৃত ছবি-কণ্ঠস্বরের অপপ্রচার, আদালতের দ্বারস্থ ঐশ্বর্য
জ্যাকলিন ফার্নান্ডেজের পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এটি জনপ্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ। পরিচালকের আসনে আহমেদ খান এবং প্রযোজনায় ফিরোজ নাদিয়াদওয়ালা। এই কমেডি-অ্যাকশন মুভিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, লারা দত্ত সহ আরও অনেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us