Javed Akhter: 'মুসলিমদের মত', ধর্মীয় মন্তব্যে বিতর্ক! লাকি আলির তোপের মুখে জাভেদ আখতার

জাভেদ আখতার বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে প্রায়শই সমালোচনার সম্মুখীন হন। তিনি এনডিটিভিকে বলেছেন, গত ২০–২৫ বছরে মুম্বাই পুলিশ তাকে চারবার সুরক্ষা দিয়েছে...

জাভেদ আখতার বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে প্রায়শই সমালোচনার সম্মুখীন হন। তিনি এনডিটিভিকে বলেছেন, গত ২০–২৫ বছরে মুম্বাই পুলিশ তাকে চারবার সুরক্ষা দিয়েছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
javed1

যা জানা যাচ্ছে...

Lucky Ali: সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক ভিডিও ঘিরে প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং গায়ক লাকি আলি-র মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাভেদ আখতার হিন্দুদেরকে “মুসলিমদের মতো হওয়ার চেষ্টা না করতে” অনুরোধ জানান। ভিডিওটির উৎস বা তারিখ এখনো নিশ্চিত নয়, তবে এটি একটি জনসমক্ষে অনুষ্ঠানের অংশ বলেই ভাবনা সকলের। যেখানে তিনি বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর আলোচনা করছিলেন।

Advertisment

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর লাকি আলি X (পূর্বে টুইটার)-এ ভিডিওর প্রতিক্রিয়ায় লিখেছেন, "জাভেদ আখতারের মতো হবেন না, উনি পুরো ফেক। উনার মতো কুৎসিত মনের হবেন না।" তিনি আরও জানান, তার বক্তব্যটি ভুলভাবে বোঝানো হয়েছে এবং যদি তিনি কারও অনুভূতিতে আঘাত করে থাকেন, তিনি ক্ষমা প্রার্থনা করছেন।

তরুণ বয়সেই নিভে গেল প্রতিভার আলো, বিরল রোগে চলে গেলেন অভিনেত্রী

ভিডিওতে জাভেদ আখতার ১৯৭৫ সালের বলিউড ক্লাসিক ‘শোলে’-এর একটি দৃশ্যের উদাহরণ দেন, যেখানে ধর্মেন্দ্রর চরিত্রটি একটি মূর্তির আড়ালে লুকিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, “আজ কি এমন দৃশ্য সম্ভব? ১৯৭৫ সালে হিন্দুরা ছিল না? ধর্মীয় মানুষ ছিল না?” এরপর তিনি বলেন, "পুনেতে বিশাল দর্শকের সামনে আমি বলেছিলাম, ‘মুসলমানদের মতো হও না, তোমাদের নিজের মতো হও।’ এটা সত্যিই একটি ট্র্যাজেডি।" 

Advertisment

জাভেদ আখতার বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে প্রায়শই সমালোচনার সম্মুখীন হন। তিনি এনডিটিভিকে বলেছেন, গত ২০–২৫ বছরে মুম্বাই পুলিশ তাকে চারবার সুরক্ষা দিয়েছে, তিনবার মুসলিম সংগঠন বা ব্যক্তিদের কারণে এবং একবার অন্য পক্ষের কারণে।

Bhai Phonta-Prosenjit Chatterjee: 'ওর খবর আমি কী করে দেব?' ভাইফোঁটায় দাদা প্রসেনজিৎ-কে নিয়ে কেন একথা বললেন পল্লবী?

এদিকে, লাকি আলিও বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে তিনি সংস্কৃত শব্দ ‘ব্রাহ্মণ’ এর উৎপত্তি নিয়ে একটি দাবি করেছিলেন, যা পরে সমালোচনার শিকার হয় এবং তিনি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনার মাধ্যমে দেখা যায়, হিন্দি-উদ্ভাবনী এবং ধর্মীয় বিষয় নিয়ে অভিনেতা ও শিল্পীদের জীবনে কতটা বিতর্কিত পরিস্থিতি তৈরি হতে পারে। 

Lucky Ali Javed Akhtar Entertainment News