/indian-express-bangla/media/media_files/2025/10/23/prosenjit-2025-10-23-17-19-13.jpg)
কেন একথা বললেন পল্লবী?
Bhai Phonta-Prosenjit Chatterjee: ভাইফোঁটার দিন কি সব বোনেদের কাছে এক হয়? এদিন যেমন আনন্দের, ঠিক তেমন, অনেকের কাছেই বেশ অন্যরকম। এই সমাজে সব ভাই-বোনের মধ্যে সম্পর্কের ব্যখ্যা কি বেশ মধুর? ভাইফোঁটার বিশেষ দিন, উপলক্ষেই তারকাদের মধ্যে যাদের দিকে বেশি করে নজর থাকে, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়।
পল্লবীর বাড়িতেই ফোঁটা নিতে যান টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। কিন্তু এবার কি সেই ছবি দেখা যেতে পারে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করা হয়েছিল পল্লবীকে। তিনি কী বললেন? আজ কি দাদাকে ফোঁটা দেবেন তিনি?
Bhai Phonta-Arup Biswas: অরূপকে ভাইফোঁটা দিতে চাঁদের হাট, একে একে হাজির হলেন ইন্ডাস্ট্রির সুন্দরীরা
অনেক সময় দেখা যায় বোন পল্লবীকে সারপ্রাইজ দিয়েই ফোঁটা নিতে যান প্রসেনজিৎ। আজকে কি সেই সম্ভাবনা আছে? পল্লবীর কাছে ফোন যেতেই তিনি সোজাসুজি বললেন, "আমি তো কলকাতায় নেই, দাদা কলকাতায়, আমি মুম্বাইতে। ব্যাস! বাকি কিছু আর জানি না।" দাদা কি যেতে পারেন আজ?
Tollywood Bhai Phonta: ভাইফোঁটার আনন্দে মাতলেন টলিউড তারকা
পল্লবী সোজাসুজি বললেন, "ও তো সুপারস্টার। আমার কাছে সুপারস্টারের খবর জানতে চাইলে হবে? তাঁরা তো সুপারস্টার, আমি তো সামান্য অভিনেত্রী। আমার বাবা এবং দাদা তাঁদের খবর আমি কী করে দেব।" তাহলে কি তাঁর গলায় আক্ষেপের সুর? সেকথা কিন্তু পরিস্কার নয়। তবে, যদি তাঁদের ছবি সমাজ মাধ্যমে দেখা যায় আজ, সেটি ভাইফোঁটার উপরি পাওনা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us