/indian-express-bangla/media/media_files/2025/10/14/cats-2025-10-14-15-07-08.jpg)
চাঁছাছোলা জাভেদ
Javed Akhtar-Taliban Foreign Minister: বলিউডের জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার যে স্পষ্টবাদী সে কথা আজ আর বলার অবকাশই রাখে না। ব্যক্তিগতজীবন হোক বা কোনও বিষয়ে মতপ্রকাশে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না। তাঁর মাতমত ঘিরে অনেক সময় বিতর্কও তৈরি হয়, সেসব অবশ্য ফুৎকারে উড়িয়ে দেন জাভেদ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালিবান নেতা আমির খান মুতাকির প্রসঙ্গে মন্তব্য করে আরও একবার সেই প্রমাণই দিলেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার।
গত সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালিবান নেতা আমির খান মুতাকির ভারতে আগমন এবং জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে জাভেদ লিখেছেন, 'লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। যখন দেখছি বিশ্বের সবচেয়ে নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী তালিবানের প্রতিনিধিকে এমন সম্মান ও অভ্যর্থনা জানানো হয়েছে। যাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ায় তাঁরাই তাঁকে রাজকীয় আপ্যায়ন করলেন।' কঠোর ভাষায় দারুল উলুম দেওবন্দের সমালোচনা করেছেন। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান তালিবান মন্ত্রীর আথিথেওতায় যুক্ত ছিল।
I hang my head in shame when I see the kind of respect and reception has been given to the representative of the world’s worst terrorists group Taliban by those who beat the pulpit against all kind of terrorists . Shame on Deoband too for giving such a reverent welcome to their “…
— Javed Akhtar (@Javedakhtarjadu) October 13, 2025
তাচ্ছিল্যের সুরে জাভেদ লিখেছন, 'তাদের তথাকথিত ইসলামিক হিরোকে শ্রদ্ধাপূর্ণ স্বাগত জানানোর জন্য দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত। এরাই মেয়েদের শিক্ষার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমার ভারতীয় ভাই-বোনেরা!!! আমাদের কী হচ্ছে?' আখতার এখানে ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানে তালিবান শাসনের অধীনে নারীদের ওপর আরোপিত কঠোর বিধিনিষেধের বিষয়ে। যার মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ এবং কর্মসংস্থানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নারীদের বাধ্য করা হয়েছে পূর্ণাঙ্গ বোরখা পরতে ও জনসমক্ষে কথা বলা থেকেও বিরত থাকতে।
আরও পড়ুন সহবাসে সমস্যা, মদ্যপ অবস্থায় মধ্যরাতে বিয়ে! জাভেদ-শাবানার 'ডি ডে'-র অজানা কাহিনি ফাঁস
গত শনিবার আমির খান মুতাকি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ সফর করেন এবং সেখানে জ্যেষ্ঠ আলেম, পণ্ডিত ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি এমন উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ। আশা করি ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও মজবুত হবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদেরও কাবুলে আমন্ত্রণ জানাতে পারব। দিল্লিতে আমাকে যেভাবে গ্রহণ করা হয়েছে তাতে মনে হয় ভবিষ্যতে এমন সফর আরও অনেকবার হবে।'
আরও পড়ুন '১৮ বোতল বিয়ার খেতাম', অতিরিক্ত মদ্যপানে বিবাহবিচ্ছেদ! জনপ্রিয় তারকার জীবন কাহিনি শুনলে চোখে জল আসবে
তবে তাঁর সফরের প্রথম দিনেই বিতর্কের সৃষ্টি হয়। দিল্লির আফগান দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে প্রবেশের অনুমতি না দেওয়ায় তৈরি হয় বিতর্ক। বিরোধী দল ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মুতাকি ৯ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন। যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে সন্ত্রাসী কার্যকলাপের কঠোর নিন্দা করে।
আরও পড়ুন 'পাকিস্তানে যাওয়ার থেকে নরকে যাওয়া শ্রেয়', শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ আখতার