/indian-express-bangla/media/media_files/2025/10/27/jay-2025-10-27-17-29-28.jpg)
কী জানা যাচ্ছে?
অভিনেতা জয় ভানুশালী এবং মাহি ভিজের দাম্পত্য জীবনে নেমে এসেছে তিক্ততার ছায়া—এমনই খবর পাওয়া যাচ্ছে। ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই জনপ্রিয় তারকা দম্পতির রয়েছে তিন সন্তান। সম্প্রতি দু’জনেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একে অপরের ছবি মুছে ফেলেছেন, যার ফলে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরদার হয়েছে। জানা গেছে, চলতি বছরের জুলাই-আগস্ট নাগাদ তাদের বিবাহবিচ্ছেদের কাগজপত্রে সই হয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে “চূড়ান্ত” হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, "অনেক চেষ্টা করেও সম্পর্কটা আর টিকিয়ে রাখা যায়নি। বিচ্ছেদ বহুদিন আগেই ঘটে গেছে। তারা কয়েক মাস আগে ডিভোর্সের আবেদন করেছিলেন। জুলাই-আগস্টের মধ্যেই কাগজপত্র সই হয়ে গিয়েছে এবং সন্তানদের হেফাজত সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
SIR-Chandan Sen: বাম-কংগ্রেস জোটকে আটকাতে তৃণমূল-বিজেপি আঁতাত? SIR- প্রসঙ্গে বিস্ফোরক চন্দন সেন
সূত্রের দাবি, মাহির বিশ্বাসের সমস্যা থেকেই সম্পর্কের ফাটল শুরু। এক সময় তারা তাদের ইউটিউব ভ্লগের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন। কিন্তু এখন আর একসঙ্গে কিছুই করেন না। তাদের শেষ পারিবারিক পোস্টটি ছিল ২০২৪ সালের জুন মাসে। যদিও দু’জনেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরের উপস্থিতি মুছে ফেলেছেন, তবু এখনো তারা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন।
চলতি বছরের আগস্টে মেয়ের জন্মদিনে জয় ও মাহিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল। তবে সেই উদযাপনের ছবি ও ভিডিওতে দেখা যায়, তারা স্পষ্টতই দূরত্ব বজায় রেখেছেন। জুলাই মাসে হাউটারফ্লাই-এর এক সাক্ষাৎকারে মাহিকে যখন তার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হয়, তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি কেন বলব তোমাকে? তুমি কি আমার কাকা?” — যা থেকেই বিচ্ছেদের জল্পনা আরও জোর পায়।
অন্যদিকে, জয় ভানুশালী সম্প্রতি সন্তানদের নিয়ে টোকিওতে ছুটি কাটাতে গিয়েছিলেন, তবে সেই ভ্রমণের কোনো ছবিতেই মাহিকে দেখা যায়নি। বর্তমানে মাহি মুম্বইয়ে সন্তানদের নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছেন এবং অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন। জানা গেছে, তিনি বর্তমানে লখনউতে তার নতুন প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us