Advertisment
Presenting Partner
Desktop GIF

Jaya Ahsan : মানুষই পারে বন্ধু রূপে বিষ খাওয়াতে! রাগে-অভিমানে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী জয়া

Jaya Ahsan Post : বিষ খাইয়ে মেরে ফেলল! দীর্ঘদিন চেষ্টা করে শেষ পর্যন্ত কার্যসিদ্ধি হল। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিবাদ টলি অভিনেত্রী জয়া এহসানের।

author-image
Kasturi Kundu
New Update
jaya ahsan, bangladeshi actress jaya, jaya ahsan news, jaya ahsan dwosham avatar, jaya ahsan srijit mukherjee, jaya ahsan actress from bangladesh, জয়া আহসান, জয়া আহসান দশম অবতার, দশম অবতার সৃজিত মুখোপাধ্যায়, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী জয়া

Jaya Ahsan Protest : জয়া এহসান, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের পরিচয় তৈরি করেছেন। তাঁর অভিনয় দক্ষতা বারবার মন জয় করেছে বাংলা ছবির দর্শকের। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি জয়া স্ট্রিট ডগ বা রাস্তার সারমেয়দের নিয়েও কাজ করেন। সমাজমাধ্যমের পেজে সেই মুহূর্তগুলোর ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম পেজে মন ভারাক্রান্ত করা একটি পোস্ট শেয়ার করেছেন জয়া। যেখানে এক অবলা প্রাণকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। 

Advertisment

জয়া এহেসান একটি পথ কুকুরের অসহায় অবস্থার ছবি পোস্ট করে লিখেছেন, 'ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ। ছয়জন কুকুর ও একজন বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় পশুপ্রেমী সহ বিভিন্ন প্রানীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা'। রাস্তাঘাটের এই অসহায় প্রাণগুলোর এই মর্মান্তিক পরিণতি দেখে চুপ থাকতে পারেননি জয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে তীব্র প্রতিবাদ করেছেন। 

জয়া দুঃখপ্রকাশ করে লিখেছেন, 'বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই ক্ষুধার্ত তবু বন্ধু'!বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়া এহসান, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, তথাগত, দেবলীনার মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যাঁরা পশুপ্রেমীও বটে। পথ কুকুরদের নিয়ে তাঁরা কাজ করেন। কোনও অন্যায় দেখলে প্রতিবাদের সুরও চড়ান।

 জয়ার লেটেস্ট পোস্টে এই ঘটনায় ধিক্কার জানিয়েছে নেটপাড়ার সদস্যরা। প্রসঙ্গত, ২০২৩-এ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে জয়াকে। 'ভূতপরী'-তে একেবারে অন্য ভূমিকায় জয়ার অভিনয় দর্শকের পছন্দ হয়েছিল। বাংলার পাশাপাশি 'কড়ক সিং'-এর মতো হিন্দি ছবিতে জয়ার ডেবিউ দিল জিতে নিয়েছিল ভক্তদের। নতুন ছবির অপেক্ষায় আপামর বাংলা ছবির দর্শক। 

আরও পড়ুন: 'ভাল থেকো গানে থেকো লেখায় থেকো', 'লাল পাহাড়ির দেশে' গানের স্রষ্টা অরুণ চক্রবর্তীর প্রয়াণে আবেগপ্রবণ অর্পন

Bengali Cinema Bengali Actress Bengali Film Bengali News Jaya Ahsan Bengali Film Industry
Advertisment