Jaya Ahsan Protest : জয়া এহসান, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের পরিচয় তৈরি করেছেন। তাঁর অভিনয় দক্ষতা বারবার মন জয় করেছে বাংলা ছবির দর্শকের। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি জয়া স্ট্রিট ডগ বা রাস্তার সারমেয়দের নিয়েও কাজ করেন। সমাজমাধ্যমের পেজে সেই মুহূর্তগুলোর ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম পেজে মন ভারাক্রান্ত করা একটি পোস্ট শেয়ার করেছেন জয়া। যেখানে এক অবলা প্রাণকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে।
জয়া এহেসান একটি পথ কুকুরের অসহায় অবস্থার ছবি পোস্ট করে লিখেছেন, 'ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ। ছয়জন কুকুর ও একজন বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় পশুপ্রেমী সহ বিভিন্ন প্রানীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা'। রাস্তাঘাটের এই অসহায় প্রাণগুলোর এই মর্মান্তিক পরিণতি দেখে চুপ থাকতে পারেননি জয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে তীব্র প্রতিবাদ করেছেন।
জয়া দুঃখপ্রকাশ করে লিখেছেন, 'বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই ক্ষুধার্ত তবু বন্ধু'!বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়া এহসান, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, তথাগত, দেবলীনার মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যাঁরা পশুপ্রেমীও বটে। পথ কুকুরদের নিয়ে তাঁরা কাজ করেন। কোনও অন্যায় দেখলে প্রতিবাদের সুরও চড়ান।
জয়ার লেটেস্ট পোস্টে এই ঘটনায় ধিক্কার জানিয়েছে নেটপাড়ার সদস্যরা। প্রসঙ্গত, ২০২৩-এ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে জয়াকে। 'ভূতপরী'-তে একেবারে অন্য ভূমিকায় জয়ার অভিনয় দর্শকের পছন্দ হয়েছিল। বাংলার পাশাপাশি 'কড়ক সিং'-এর মতো হিন্দি ছবিতে জয়ার ডেবিউ দিল জিতে নিয়েছিল ভক্তদের। নতুন ছবির অপেক্ষায় আপামর বাংলা ছবির দর্শক।