Jaya Bachchan Aishwarya Rai Bachchan: ২০০৭-এ মিস টু মিসেস হন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন রাই সুন্দরী। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলের তকমা পেয়েছে অ্যাশ-অভিষেক জুটি। তবে বর্তমানে বচ্চন দম্পতির বিচ্ছেদ জল্পনা নিয়ে চর্চা হয়ে উঠেছে পেজ ৩-এর হট কেক। যদিও গুঞ্জনের মাঝেই একফ্রেমে হাসি মুখে ধরা দিয়েছেন অভিষেক-ঐশ্বর্য। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পোস্ট বা কেবিসির মঞ্চ থেকে বিগ বি-ও ইঙ্গিত দিচ্ছেন সবই রটনা!
অভিষেক ও অমিতাভ দুজনের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ২০১১-এ বচ্চন দম্পতির কোলে আসে তাঁদের একমাত্র কন্যা সন্তান আরাধ্যা। বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়ার পর জয়া বচ্চন সংসারের দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন অভিষেক পত্নীর হাতে।
আরও পড়ুন: বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং, হাসি মুখে ক্যামেরায় পোজ বচ্চন দম্পতির, ভাইরাল ছবি
কিন্তু, জয়ার সিদ্ধান্তে সহমত ছিলেন না বচ্চন পরিবারেরই এক সদস্য। আর তিনি নান আদার দ্যান জয়া-অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন। কফি উইথ করণে জয়া মনের ইচ্ছে প্রকাশ করতেই বেঁকে বসেন শ্বেতা।করণের চ্যাট শোয়ে তিনি জয়াকে বলেন, 'এবার তাহলে সংসারের গুরুদায়িত্ব বউমার কাঁধে তুলে দেবেন। ঐশ্বর্য তো আছেই, সব সামলে নেবে।' জয়াও হাসি মুখে করণের কথায় সম্মতি জানান।
আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনের মাঝেই 'ব্যাক টু ওয়ার্ক', হ্যান্ডসম হ্যাঙ্কের সঙ্গে ভাইরাল ঐশ্বর্যর সেলফি!
তিনি বলেন, ' আশা করি সেটাই যেন হয়। আমি যেটুকু দায়িত্ব দিতে চাই তার চেয়ে যেন বেশিই নেয়' । এটা শুনে করণ পালটা বলেন, ' তাহলে আপনি সংসারের প্রায় পুরো দায়িত্বটাই দিতে চাইছেন'। সঙ্গে সঙ্গে শ্বেতা বলে ওঠেন, 'না, মা এটা ভুলেও করো না। এটা মোটেই ঠিক সিদ্ধান্ত নয়।'
জয়া কিন্তু, মেয়েকে মোটেই প্রশ্রয় দেননি। শ্বেতা মাকে বুঝিয়ে বলেন, একেবারে সব দায়িত্ব কাঁধে চাপিয়ে দিলে ওঁর সমস্যা হবে। ধীরে ধীরে বিষয়টা সহজ করতে হবে। শ্বেতার যুক্তি শুনে করণের পালটা প্রশ্ন, 'বচ্চনের লাইফস্টাইল বুঝতে'? জয়া বিষয়টা নাকচ করে দেন। শ্বেতাও একই সুরে বলেন, 'ওটা একেবারেই কঠিন নয়'।