Bollywood Comedian: পেন বিক্রেতা থেকে বাস কনডাক্টর, জনপ্রিয় কৌতুকশিল্পীর লড়াইয়ের গল্প শুনলে চোখে জল আসবে

Comedian Struggle Life: সিনেমায় যার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফোটায় জীবনের একটা সময়ে কিন্তু, দারিদ্রতা, অর্থাভাব তাঁর মুখের হাসি কেড়ে নিয়েছিল। আজকে বলিউডের এই সফল অভিনেতা জনি লিভার একটা সময় রাস্তায় ঘুরে পেন বিক্রি করে, বাসে কনডাক্টরি করে দিন গুজরান করেছেন।

Comedian Struggle Life: সিনেমায় যার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফোটায় জীবনের একটা সময়ে কিন্তু, দারিদ্রতা, অর্থাভাব তাঁর মুখের হাসি কেড়ে নিয়েছিল। আজকে বলিউডের এই সফল অভিনেতা জনি লিভার একটা সময় রাস্তায় ঘুরে পেন বিক্রি করে, বাসে কনডাক্টরি করে দিন গুজরান করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কৌতুকশিল্পীর লড়াইয়ের গল্প শুনলে চোখে জল আসবে

অভিনয়ে আসার আগে কী করতেন জনি লিভার?

Johnny Lever Struggle: রুপোলি দুনিয়ার তারকাদের জীবনের বিষয়ে জানতে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই। চাকচিক্যের আড়ালে তাঁদের জীবনেও থাকে অন্ধকারের ঘটঘটা। আজকের প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে অনেকের জীবনই কিন্তু, প্রথম দিন থেকেই এতটা মসৃণ-সাজানোগোছানো ছিল না। সেই তালিকায় রয়েছেন 'কমেডি কিং' জনি লিভার। সিনেমায় যার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফোটায়  জীবনের একটা সময়ে কিন্তু, দারিদ্রতা, অর্থাভাব তাঁর মুখের হাসি কেড়ে নিয়েছিল। আজকে বলিউডের এই সফল অভিনেতা জনি লিভার একটা সময় রাস্তায় ঘুরে পেন বিক্রি করে, বাসে কনডাক্টরি করে দিন গুজরান করেছেন। তাঁর দুর্দান্ত কমিক সেন্সের তারিফ করে দর্শক। কিন্তু, এই স্টারডমের নেপথ্যে রয়েছে অনেক কঠোর শ্রম। 

Advertisment

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় কৌতুকশিল্পী বা কমেডিয়ানদের মধ্যে অন্যতম জনি লিভার। শাহরুখ, সলমন, আমির খানের মতো ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন। অর্থাভাবে একটা সময় স্কুল পর্যন্ত ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। পেটের দায়ে ও পরিবারের স্বার্থে রাস্তায় দাঁড়িয়ে পেন বিক্রি করতেন। বিশিষ্ট তারকাদের মিমিক্রি করে, জনপ্রিয় গানের তালে নেচে সামান্য অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছিলেন জনি লিভার। মাত্র ১৩ বছর বয়সে বাবার অতিরিক্ত মদ্যপানের জন্যই জীবনটা একপ্রকার শেষ হয়ে গিয়েছিল তাঁর। 

Advertisment

আরও পড়ুন ক্যামেরার সামনে জাপটে ধরে..., বাঙালি অভিনেতার কীর্তিতে রেগে কাঁই কিংবদন্তী অভিনেত্রী রেখা

অভিনয়ে আত্মপ্রকাশের আগে মিউজিক্যাল শোয়ে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করতেন।পুনের রাস্তায় অশোক কুমারের মতো লেজেন্ডারি তারকার মিমিক্রি করে মাত্র ১০০ টাকা উপার্জন করেছেন। জীবনের একটা সময় আত্মহত্যা করার চেষ্টাও করেছেন। একদিন অভিনেতা সুনীল দত্তের নজরে আসেন জনি লিভার। তাঁর প্রতিভাকে চাক্ষুস করতেই Dard Ka Rishta ছবিতে কাজের সুযোগ করে দেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার, রীনা রয়, স্মিতা পাতিল সহ অনেকেই। প্রথম ছবেতেই জনি লিভারের প্রতিভা সকলের নজর কাড়ে। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রায় ৩৫০টির বেশি ছবিতে কাজ করে ফেলেছেন। তবে বাজিগরের বাবুলাল-ই তাঁকে লাইমলাইটে এনেছিল। 

আরও পড়ুন 'দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডনই তো...', বলিউড নিয়ে বিস্ফোরক অভিনেত্রী

comedian Bollywood Actor Johnny Lever