Saba Qamar Health Issue: শুটিং চলাকালীন রূপোলি দুনিয়ার সেলেবরা অনেকসময়ই নানাবিধ সমস্যার মুখোমুখি হন। কখনও আচমকা অসুস্থ হয়ে পড়েন তো কখনও আবার কোনও দৃশ্যের শুটিং চলাকালীন চোট লাগার কারণে তড়িঘড়ি ছুটতে হয় হাসপাতালে। সম্প্রতি এইরকমই এক পরিস্থিতির সম্মুখীন হন জনপ্রিয় পাক অভিনেত্রী সাবা কামার। খ্যাতনামা অভিনেত্রী সাবা কামার সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরিভিত্তিক অবস্থায় রাওয়ালপিন্ডির কায়েদ-ই-আযম আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়। শুটিং বন্ধ করে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে নেওয়া হয়। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রাফি করেন।
হাসপাতাল সূত্রে খবর, শুটিং সেট থেকে হাসপাতালে পৌঁছানোর সময় সাবার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে হৃদরোগে আক্রান্ত পর্যন্ত হতে পারতেন। তবে চিকিৎসকদের সঠিক পদক্ষেপ গ্রহমের পর তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হয় এবং পরবর্তীতে একটি ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, একটি বড় প্রজেক্টের কাজ নিয়ে চরম মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির মধ্যে ছিলেন সাবা কামার। একটানা শুটিং এবং বিশ্রামের অভাবে স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়ে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত কাজ ও ক্লান্তিই শারীরিক অবনতি মূল কারণ।
আরও পড়ুন কোন বিভাগে কে পেলেন জাতীয় পুরস্কার? এক নজরে দেখে নিন সেরার সেরা তালিকা
/indian-express-bangla/media/post_attachments/024d6612-318.jpg)
এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে কোনওরকম মানসিক বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন। সাবা কামার পাকিস্তানের অন্যতম শিল্পী যাঁর অভিনয় টেলিভিশন ও সিনেমা দুই ক্ষেত্রেই প্রশংসনীয়। প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে বলিউড মুভি হিন্দি মিডিয়ামে অভিনয় করেছিলেন সাবা।
আরও পড়ুন লাল বিকিনিতে লাস্যময়ী তন্বী, চেহারা নিয়ে খোঁচা মারতেই চাঁচাছোলা বাঙালি অভিনেত্রী
সাবা কামারের আকস্মিক অসুস্থতা ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করলেও বর্তমানে তিনি বিপদমুক্ত। তাঁর দ্রুত সেরে ওঠার খবরে আপাতত স্বস্তিতে অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও ভক্তরা সাবার দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করেছেন। বাড়ি ফেরার আগে হাসপাতালে সকলের সঙ্গে একটি ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন পাক অভিনেত্রী সাবা কামার। সকলককে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী লিখেছেন, খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফেরার অপেক্ষায় রয়েছেন। পুরনো ছন্দে ফিরে ফের হইহই করে সকলের সঙ্গে কাজ করতে চান মনের সেই বাসনার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন বলিউডের 'বাদশা' হয়েও ৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার, এক নজরে ' কিং' শাহরুখের ফিল্মোগ্রাফি