Actress Mother Hospitalized: একটানা ১০ দিন হাসপাতালে ভর্তি, কেমন আছেন তারক মেহতা খ্যাত 'ববিতা' মুনমুনের মা?

Munmun Dutta: সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় বঙ্গললনা মুনমুন। তবে বেশ কিছুদিন তাঁর দেখা পায়নি ভক্তরা। ইনস্টা স্টোরিতে সেই কারণ খোলসা করলেন অভিনেত্রী।

Munmun Dutta: সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় বঙ্গললনা মুনমুন। তবে বেশ কিছুদিন তাঁর দেখা পায়নি ভক্তরা। ইনস্টা স্টোরিতে সেই কারণ খোলসা করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
qwdqw

হাসপাতালে মুনমুনের মা

Munmun Dutta Mother Hospitalized: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো তারক মেহতা কা উলটা চশমা। আর এই শোয়ের একমাত্র বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত। তাঁর মুখে বেশ কিছু সংলাপে উঠে আসে খাস কলকাতার মিষ্টির গল্প। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় বঙ্গললনা মুনমুন। তবে বেশ কিছুদিন তাঁর দেখা পায়নি ভক্তরা। ইনস্টা স্টোরিতে সেই কারণ খোলসা করলেন অভিনেত্রী। মায়ের অসুস্থতার কারণেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। হাসপাতালে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন মুনমুন। মায়ের শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানিয়েছেন, তাঁর মা হাসপাতালে ভর্তি। 

Advertisment

Advertisment

আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?

মন খারাপ করা পোস্টে মুনমুন লিখেছেন, 'অনেকদিন সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয় ছিলাম। আমার মা অসুস্থ। বিগদ ১০ দিন আমি হাসপাতালে ছোটাছুটি করছি। এখন শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।' এই খবর শেয়ার করতেই অনুরাগীরা মুনমুন দত্তের মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন পেশাদার অভিনেত্রীর মতো কর্মজীবনের দায়িত্ব পালনের পাশাপাশি মায়ের যত্নেও কোনও ত্রুটি রাখছেন না।

আরও পড়ুন ছবি মুক্তির আগেই তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল টলিউড অভিনেতা বিজয়ের?

কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন কাছের বন্ধুরা। তাঁদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন মুনমুন দত্ত। তারক মেহতা কা উলটা চশমা খ্যাত 'ববিতা' বলেছন, 'কর্মজীবন সামলে ব্যক্তিগতজীবনের সমস্যা সমাধানের জন্য আমার কাছের বন্ধুরা পাশে রয়েছেন। ওঁদের সাহায্য ছাড়া আমি সবদিক সামলাতে পারতাম না। ওঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।' প্রসঙ্গত, তারক মেহতা কা উলটা চশমা ছেড়ে অনেকেই বেরিয়ে গিয়েছেন। বেশ কিছু নতুন মুখের আগমন ঘটেছে। তবে জ্যেঠালালের ববিতাজি এখনও এই শোয়ের অন্যতম আকর্ষণ। এখন অপেক্ষা অভিনেত্রী মুনমুন দত্তের মায়ের সুস্থ হয়ে বাড়ি ফেরার। 

আরও পড়ুনচরম দুঃসংবাদ! মাত্র ৩৪ বছরেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে কাতরাচ্ছেন 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা

hindi serial