Advertisment
Presenting Partner
Desktop GIF

ছেলে 'চুরি' : অভিযুক্ত কৌশিক গঙ্গোপাধ্যায়

বিতর্ক উস্কে দিল পরিচালক প্রতিম ডি গুপ্তার পোস্ট। সেখানে পরোক্ষভাবেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে 'জ্যেষ্ঠপুত্র'র চিত্রনাট্য চুরির অভিযোগ আনলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
koushik ganguly pratim d gupta

চিত্রনাট্য বিতর্কে কৌশিক বনাম প্রতিম। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে

টলিউডের অন্দরে বিতর্ক যেন একটু বেশিই সামনে আসছে আজকাল। কবীর সুমন ও অনিকেত চট্টোপাধ্যায়ের ঝামেলা মেটেনি এখনও। যদিও ফেসবুক থেকে পোস্ট তুলে নিয়েছেন সুমন। তার মধ্যেই বিতর্ক উস্কে দিল পরিচালক প্রতিম ডি গুপ্তর পোস্ট। সেখানে পরোক্ষভাবেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে 'জ্যেষ্ঠপুত্র'র চিত্রনাট্য চুরির অভিযোগ আনলেন তিনি।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় প্রতিম লিখেছেন, ''কবীর সুমনকেই জিজ্ঞেস করা হয় যে তিনি বারবার কেন বিতর্কে পড়েন। আমার কাছেই জানতে চাওয়া হয় কেন আমার চিত্রনাট্যই প্রত্যেকবার চুরি যায়। আমরা সোচ্চার হওয়াটা বেছে নিয়েছি। এরকম অনেকে রয়েছেন যারা প্লেজিয়ারিজম অর্থাৎ অন্যের ভাবনা চুরি এবং পারিশ্রমিক না পাওয়া নিয়ে ভুক্তভোগী। তবু তাঁরা চুপ করে থাকেন।''

আরও পড়ুন, ‘তারিখ’-এর কারণে পিছিয়ে গেল ‘জ্যেষ্ঠপুত্র’র মুক্তি

তবে এই প্রথমবার নয়,  'জ্যেষ্ঠপুত্র'র ঘোষণা হবার পরেই চিত্রনাট্য চুরি নিয়ে সরব হয়েছিলেন প্রতিম। তাঁর বক্তব্য ছিল, ঋতুপর্ণ ঘোষ ও তিনি একসঙ্গে স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন। কিন্তু ইন্দ্রনীল ঘোষ (ঋতুপর্ণর ভাই) সেটা কৌশিককে দিয়ে দেন। তাঁর নামটা পর্যন্ত নেওয়া হয় না সাংবাদিক সম্মেলনে।

প্রতিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''ইন্দ্রনীলদার সঙ্গে আমি আর কথা বলতে চাই না। আর কৌশিকদা জানত স্ক্রিপ্টটা আমি আর ঋতুদা লিখছি। সামনে বসে থাকত কারণ 'আর একটি প্রেমের গল্প'এর কাজ চলছিল তখন। এখন কী করে কৌশিকদা এটা বলে দিচ্ছেন 'আমার মনে ছিল না রে'!  আমি কোনও টাকা পয়সা চাই না, শুধু সত্যি কথাটা জোর গলায় বলব। ঋতুদার নামকে বিক্রি করছে। অথচ ঋতুদা চায়নি কৌশিকদা ছবিটা করুক। চেয়েছিলেন নিজে করতে। আর আজ যখন ঋতুদা নেই ওটা তো আমার বানানোর কথা''।

এর আগেও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে '২২ শে শ্রাবণ'এর চিত্রনাট্য নিয়ে গোল বেঁধেছিল। প্রতিমের 'ভ্যানিশ'এর স্ক্রিপ্টের সঙ্গে নাকি অনেকটাই সাদৃশ্য রয়েছে সৃজিতের এই থ্রিলারের। সেসব অবশ্য এখন অতীত। মনোমালিন্য মিটে গিয়ে সৃজিত পরে প্রতিমের 'আহারে মন' ছবিতে একটা গানও লিখেছে। কিন্তু টলিউডের অন্দরের উষ্মা বারে বারে প্রকাশ্যে চলেই আসছে।

tollywood prosenjit chatterjee koushik ganguly Rituparno Ghosh
Advertisment