Kinjal Nanda: টলিপাড়ায় এখন খুশির মরশুম। সদ্য মা হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অহনা দত্ত। ছোট্ট সোনার কাণ্ডকারখানা নিজের ভ্লগে প্রতিনিয়ত শেয়ার করছেন নিউলি মাম্মি। প্রায়ই একইসঙ্গে বাবা হওয়ার সুখবর দিয়েছেন 'গোত্র', 'মুক্তধারা' খ্যাত অভিনেতা নাইজেল আকারা। এর মাঝেই আরও এক গুড নিউজ। বাবা হলেন বাংলা সিনেমার অত্যন্ত পরিচিত মুখ কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারেই কিঞ্জল পত্নী নম্রতার কোল আলো করে এল লক্ষ্মীছানা। দ্বিতীয়বার পিতৃসুখ উপভোগের আনন্দ উদযাপন করছেন অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল।
সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা। ভালোবাসা-শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। কমেন্ট বক্সে ছোট্ট সোনাকে আদরে ভরিয়ে দিয়েছেন বন্ধু-বান্ধব, সহকর্মী ও নেটনাগরিকরা। সব মিলিয়ে এখন পরিবারে খুশির আমেজ। সুখবর পোস্ট করে কিঞ্জল লিখেছেন, 'আমাদের ঘরে এল দ্বিতীয় সন্তান। এই বিশ্বের কাছে আমি ঋণী। আমার পরিবার, ভগবানকে ধন্যবাদ। সর্বোপরি নম্রতা ভট্টাচার্য তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অফুরন্ত ভালবাসা।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় কিঞ্জলের সঙ্গে। তিনি বলেন, ' আরও একবার ঘরে লক্ষ্মী এল। মা ও সন্তান দুজনেই ভাল আছেন। আমাদের জীবনে আরও একটি আনন্দের মুহূর্ত। দেবী দুর্গার আগমেনর আগেই আমার ঘরে দুর্গা এল।' প্রসঙ্গত, ২০২৪ সালে প্রথমবার বাবা হয়েছিলেন কিঞ্জল। রাজকন্যার জন্য খেলার নতুন সাথীর আগমনে আনন্দে ডগমগ অভিনেতা।
আরও পড়ুন পিতৃদিবসে রাজপুত্রের প্রথম ঝলক, ছবি পোস্ট করে কী লিখলেন পরিচালক-অভিনেতা পরমব্রত?
নম্রতার কোলে ফুটফুটে কন্যা সন্তান আসার পর সেদিনও বাবা হওয়ার আনন্দ জাহির করে অভিনেতা লিখেছেন, 'অনেক ধন্যবাদ, ভগবানের কাছে কৃতজ্ঞ। বন্ধু-বান্ধব, সহকর্মী ও নেটনাগরিকরা।' ২০২২ সালে মনের মানুষ নম্র্রতার সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন কিঞ্জল। বিয়ের দু'বছর পর কন্যা সন্তান জন্মের বছর ঘুরতেই দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দে ভাসছেন অভিনেতা।
আরও পড়ুন সোমে সুখবর! মা হলেন অহনা, পুত্র না কন্যা সন্তান এল ছোট পর্দার 'মিশকা'-র কোলে?
বর্তমানে কিঞ্জল নন্দ টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। পেশাজীবন ও পড়াশোনা দুটোই একসঙ্গে সামলাতে সিদ্ধহস্ত কিঞ্জল নন্দ। উল্লেখ্য, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল ও তাঁর স্ত্রী নম্রতা। কোলের বাচ্চা নিয়েই তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন দম্পতি। আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হওয়ায় আঙুল উঠেছিল তাঁর অভিনয় কেরিয়ারেও। যদিও সেই ভয় বিন্দুমাত্র দমিয়ে রাখতে কিঞ্জলকে। মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন ছবি 'দেবী চৌধুরানি'।
আরও পড়ুন 'জানি না কোন মায়ায় ফেঁদে...', আট বছর পর পিতৃসুখ প্রাপ্তি বাংলা ছবির জনপ্রিয় অভিনেতার! প্রকাশ্যে প্রথম ছবি