Advertisment

''মেঘ কেটে ঝকঝকে রোদ'', বোম্বাগড়ের গান গাইলেন কবীর সুমন, দেব ও অনিকেত

বরফ গলতে সময় লাগল প্রায় এক বছর। মান-অভিমান ভুলে বোম্বাগড়ের আবহও তৈরি করলেন কবীর সুমন। এদিন দেবের ইনস্টাগ্রাম পোস্টে দেব, অনিকেত ও কবীর সুমনকে একসঙ্গে গান গাইতে দেখা গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
kabir suman

কবীর সুমনের সঙ্গে দেব ও অনিকেত। ফোটো- ফেসবুক

ঘটনার সূত্রপাত ছবির ঘোষণার সময়। ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবির ঘোষণার দিন মঞ্চে দাঁড়িয়ে অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, দেব নাকি বলেছেন, “কবীর সুমনকে সামলানো কঠিন।” পাশে দাঁড়ানো প্রযোজককে জিভ কাটতেও দেখা যায় সে সময়।

Advertisment

গোটা ঘটনায় বেজায় চটেছিলেন কবীর সুমন। শুধু রেগে গিয়েছিলেন নয়, দীর্ঘদিনের পরিচিত অনিকেতের আচরণে “আঘাত” পেয়েছিলেন। যার জেরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নিঃশর্ত ক্ষমা চেয়ে পাল্টা পোস্ট করেছিলেন অনিকেত চট্টোপাধ্যায়ও। তবে সমাধান সূত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন, রজঃস্বলা না হলে তবেই রুগী দেখতে পাবেন কাদম্বিনী

এই বরফ গলতে সময় লাগল প্রায় এক বছর। মেঘ কাটলই বলা চলে। মান-অভিমান ভুলে বোম্বাগড়ের আবহও তৈরি করলেন কবীর সুমন। এদিন দেবের ইনস্টাগ্রাম পোস্টে দেব, অনিকেত ও কবীর সুমনকে একসঙ্গে গান গাইতে দেখা গেল।

View this post on Instagram

Team is gearing up ...#HCRGCM

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

আরও পড়ুন, বোলপুর থেকে শুটিংয়ের ছবি পোস্ট করলেন নুসরত জাহান

তবে এই বরফ গলতে সময় লাগল প্রায় এক বছর। অবশেষে মেঘ কাটলই বলা চলে। মান-অভিমান ভুলে বোম্বাগড়ের আবহও তৈরি করলেন কবীর সুমন। এদিন দেবের ইনস্টাগ্রাম পোস্টে দেব, অনিকেত ও কবীর সুমনকে একসঙ্গে গান গাইতে দেখা গেল। সময়ই মিটিয়ে দিল দূরত্ব। ছবিতে অভিনয় না করলেও গান ও আবহ সঙ্গীত দুটোই তৈরি করছেন কবীর সুমন।

বোম্বাগড়ের গল্প, যেখানে মুড়ি মিছরির দাম এক, অদ্ভুত বিচারব্যস্থা, সুতরাং সেই রকম একটা ছবিকে খুদে দর্শকরা বড়পর্দায় উপভোগ করবেন এ তো বলার অপেক্ষা রাখে না। ১মে মুক্তি পাচ্ছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Cinema Kabir Suman Dev
Advertisment