/indian-express-bangla/media/media_files/2025/07/07/cats-2025-07-07-17-11-39.jpg)
বিক্রি হয়ে গেল মুখোপাধ্যায় বাড়ির সম্পত্তি
Bollywood News: রূপোলি দুনিয়ার তারকারা তাঁদের বহু সম্পতি বিক্রি দেন এই রকম খবর প্রায়ই উঠে আসে পেজ ৩-এর খবরে। এবার সেই তলিকায় বলিউডের দুই বোন কাজল ও রানি মুখোপাধ্যায়। বাপঠাকুরদা আমলের সম্পত্তি যৌথভাবে বেচে দিলেন এই দুই বাঙালি অভিনেত্রী। ১৯৪০-এ মুম্বইয়ের স্টুডিওগুলোর মধ্যে অন্যতম ছিল কাজল-রানির ঠাকুরদার হাতে গড়া 'ফিল্মিস্তান স্টুডিও'। বিক্রি হয়ে গেল ঐতিহাসিক সেই সম্পত্তিও।
ভারতীয় সিনেমার ইতিহাসে কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু, এই মুহূর্তে মুখোপাধ্যায় বাড়ির সঙ্গে 'ফিল্মিস্তান স্টুডিও' নাড়ির টান ছিন্ন হল। ১৮৩ কোটি টাকায় Arkade Developers-এর কাছে বিক্রি হয়ে গেল কাজল-রানির ঠাকুরদার বনানো 'ফিল্মিস্তান স্টুডিও'। অফিসিয়াল রেজিস্ট্রেশন হয়েছে ৩ জুলাই।
আরও পড়ুন দাম্পত্যের একবছর পেরনোর আগেই দ্বিতীয় বিয়ে, ছবি পোস্ট করে কী জানালেন পরিচালক কন্যা?
কাজল-রানির ঠাকুরদা শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে 'ফিল্মিস্তান স্টুডিও' তৈরিতে সমান অংশীদার ছিলেন তাঁর শ্যালক অশোক কুমার। তঁদের সঙ্গে ছিলেন জ্ঞান মুখোপাধ্যায় ও রাই বহাদূর চুনীলাল। ১৯৪৩ সালে অশোক কুমার বম্বে টকিজ ছেড়ে দেওয়ার পর এই স্টুডিওটি তৈরি হয়। ওই জমানায় স্টুডিওগুলিতে শুধু শুটিং হত না, প্রযোজনা সংস্থা সেখানে পুরো ছবিটি তৈরি করত। বছরের পর বছর অভিনেতা-অভিনেত্রীরা মাসিক বেতনের ভিত্তিতে সেখানে কাজ করতেন।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট মোতাবেক, Arkade Developers Limited-এর তত্ত্বাবধানে এই স্টুডিওর জায়গায় মাথা উঁচু করে দাঁড়াবে বিলাসবহুল আবাসন। প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালে প্রকল্প শুরু হওয়ার কথা। ৫০ তলা আবাসনের প্রতিটি ফ্লোরে থাকবে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার। প্রসঙ্গত, এই স্টুডিওতে বহু নামী ছবির শুটিং হয়েছে এই। পদধূলি পড়েছে বহু কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীর।
তাই কালের নিয়মে ঐতিহ্যকে ভেঙে গুরিয়ে বহুতল গড়ে তোলার সিদ্ধান্তকে খুব সহজে মেনে নিতে পারছেন না ফিল্মিদুনিয়ার বিশিষ্ট জনেরা। বলিউডের প্রাচীন ঐতিহাসিক সম্পদ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় রীতিমতো মনখারাপ চলচ্চিত্র জগতের অনেকেরই। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এই সিদ্ধান্তে আপত্তি জানায়িছে সিনে সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, কলাকুশলীদের কাজের সুযোগ কমে যাবে। এই বিষয়ে নাকি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এই সংগঠন।