Kajol Viral Video: সিঁদুরখেলার সময় সিঁড়ি দিয়ে নামতেই এক পুরুষালি হাত কাজলকে...! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর প্রতিক্রিয়া

Kajol: মাকে বরণ করে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক পুরুষের হাত কাজলের পথ আটকায়! আকস্মিক এই ঘটনায় একেবারে হতভম্ব কাজল। তারপর যা হল...সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত।

Kajol: মাকে বরণ করে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক পুরুষের হাত কাজলের পথ আটকায়! আকস্মিক এই ঘটনায় একেবারে হতভম্ব কাজল। তারপর যা হল...সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কাজলের প্রতিক্রিয়া

Kajol Viral Video: মুখোপাধ্যায় বাড়ির পুজোর প্রতিটি মুহূর্ত একেবারে চেটেপুটে উপভোগ করেছেন বঙ্গললনা কাজল। প্রতিবারের মতো এবারেও সর্বক্ষণই প্যান্ডেলে ছিলেন অভিনেত্রী। অতিথি আপ্যায়ন থেকে ভোগ পরিবেশন সবটাই নিজের হাতে করেছেন কাজল। মুখুজ্জে বাড়ির পুজোর নানান মুহূর্ত লেন্সবন্দি করেছেন সেলেব পাপারাজ্জিরা। প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে সিঁদুরখেলার সময় কাজলের বিস্ফোরিত চোখ! মাকে বরণ করে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা একটা পুরুষের হাত তাঁর পথ আটকায়! আকস্মিক এই ঘটনায় একেবারে হতভম্ব কাজল। তারপর যা হল...সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত।  

Advertisment

আসলে, বিশাল ভিড়ের মধ্যে কাজল সিঁড়ি দিয়ে নামছিলেন। তখন এক ব্যক্তি অভিনেত্রীর হাত ধরে উপরে তুলে নেন। নেটনাগরিকরা মনে করছেন ওই ব্যক্তি হয়ত কাজলের দেহরক্ষী। এই ঘটনায় উপস্থিত সকলেও চমকে যায়। কাজলের এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন লাল শাড়ি-গা ভর্তি গয়নায় দেবী বরণ অপরাজিতা-কোয়েল-শুভশ্রীর, কোথায় সিঁদুর খেললেন ঋতুপর্ণা?

Advertisment

উল্লেখ্য, পুজোর কয়েকটা দিন কাজলের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। কখনও লেন্সবন্দি হয়েছে তাঁর রেগে যাওয়ার মুহূর্ত তো কখনও আবার জয়া বচ্চনের সঙ্গে খুঁনসুটি করতেও দেখা গিয়েছে কাজলকে। বঙ্গকন্যা দেবিনা ভট্টাচার্যের মেয়েকে কোলে নিয়েও প্রতিমা দর্শন করিয়েছেন কাজল। 

সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে বাঙালি রীতি মেনে কাজলের ছোট বোন তনিশা মুখোপাধ্যায় তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর দুই বোন একে অপরের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন। প্রসঙ্গত, কাজল প্রতিদিন প্যান্ডেলে উপস্থিত থেকেছেন এবং একাধিক সেলিব্রেটির সঙ্গে সাক্ষাৎও করেছেন।

আরও পড়ুন মণ্ডপে মা দুর্গা তবুও মন খারাপ কাজলের, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আর কী হল?

জয়া বচ্চন থেকে রানি মুখাপাধ্যায়, সুমনা চক্রবর্তী এবং অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও এক ফ্রেমে ধরা দিয়েছেন কাজল। বুধবার কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগণ মেয়ে নাইসাকে নিয়ে পুজো প্যান্ডেলে আসেন। কাজল, নাইসা, তনিশা, অয়ন এবং ভাগ্নে দানিশ ও অমান দেবগণের সঙ্গেও ছবিও তোলেন অভিনেত্রী কাজল। 

আরও পড়ুন উৎসবের দিনে কাকার স্মৃতিতে চোখে জল, অয়নের ক্যামেরাবন্দি কাজল-রানির আবেগঘন মুহূর্ত

Durga Puja kajol