Durga Puja-Sindoor Khela: লাল শাড়ি-গা ভর্তি গয়নায় দেবী বরণ অপরাজিতা-কোয়েল-শুভশ্রীর, কোথায় সিঁদুর খেললেন ঋতুপর্ণা?

Rituparna-Aparajita-koel-Subhashree: শুভশ্রী থেকে অপরাজিতা, কোয়েল ইতিমধ্যেই মাকে বরণ করে ফেলেছেন। মুম্বইয়ে কাজল-রানির সঙ্গে যোগ দিয়েছেন ঋতুপর্ণা। দেখুন ছবি-ভিডিও।

Rituparna-Aparajita-koel-Subhashree: শুভশ্রী থেকে অপরাজিতা, কোয়েল ইতিমধ্যেই মাকে বরণ করে ফেলেছেন। মুম্বইয়ে কাজল-রানির সঙ্গে যোগ দিয়েছেন ঋতুপর্ণা। দেখুন ছবি-ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সিঁদুখেলার মুহূর্ত

Celebrities Sindoor Khela: মহালয়া থেকেই পায়ে সরষে লাগিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কলকাতার উত্তর থেকে দক্ষিণ ঠাকুর দেখার হিড়িকের কথা আজ আর নতুন করে বলার অপেক্ষাই রাখছে না। মায়ের আগমনের সঙ্গে কাজের ব্যস্ততা সত্ত্বেও পুজোর আনন্দে মেতে উঠেছিল ১৩ থেকে ৮৩। কিন্তু, মায়ের বিদায়বেলায় মন ভার প্রত্যেকের। শহরজুড়ে চলছে দেবী বিসর্জন পর্ব। আমবাঙালি মাকে বরণ করতে ব্যস্ত। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলের মুখই আজ সিঁদুরে রাঙা। 'আবার এসো মা' উচ্চারণে চার ছেলেমেয়ে সহ দেবী দুর্গাকে বরণ করছেন বাঙালি বধূরা। সারাবছর যেমন-তেমন, দশমীর দিন শাড়ি-সিঁদুর-শাঁখা পলায় প্রত্যেকের সাজেই বাঙালিয়ানার ছোঁয়া। টলিউড সেলিব্রিটিদের সাজসজ্জাতেও সেই ছায়া। 

Advertisment

আরও পড়ুন উৎসবের দিনে কাকার স্মৃতিতে চোখে জল, অয়নের ক্যামেরাবন্দি কাজল-রানির আবেগঘন মুহূর্ত

Advertisment

শুভশ্রী থেকে অপরাজিতা আঢ্য ইতিমধ্যেই মাকে বরণ করে ফেলেছেন। অন্যদিকে খাস মুম্বইয়েও চলছে দেবীবরণ পালা। কাজল-রানি মুখোপাধ্যায়ের বাড়িতে সিঁদুরখেলায় মাতলেন টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি কখন কোথায় বিচরণ করেন সত্যিই বোঝা বড়ই দুষ্কর। কলকাতায় স্বামী সঞ্জয়ের হাত ঠাকুর দেখেছেন। ঢাকের তালে কাঁসর বাজিয়েছেন ঋতুপর্ণা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাজলের সঙ্গে ঋতুপর্ণার সিঁদুরখেলার মুহূর্ত। দশমীতেই কলকাতা ফেরার কথা ঋতুপর্ণার। পুজো শেষ হলেই ফের পাড়ি দেবেন আমেরিকায়। আগামীদিনে ঋতুপর্ণার হাতে অনেকগুলো কাজ রয়েছে। সেসব নিয়ে জীবনের সেই চেনা ছন্দে ফুরবেন অভিনেত্রী। 

এদিকে আরবানার আবাসনে রাজকে সঙ্গে নিয়েই মাকে বরণ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উজ্জ্বল লাল বর্ণের শাড়ি, গা ভর্তি গয়নায় সুসজ্জিত শুভশ্রী। প্রতিবারই সিঁদুরখেলার সময় একেবারে আদ্যোপান্ত বাঙালি বধূর সাজে নিজেকে সাজান রাজ ঘরনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও মাকে বরণ করা থেকে বিরত থাকেননি অভিনেত্রী। দেবীবরণ পর্ব মিটতেই রাজশ্রী সোশ্যাল মিডিয়ায় তাঁদের তরফে প্রত্যেককে শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।  

অন্যদিকে মুদিয়ালি ক্লাবে মাকে বরণ করলেন  অভিনেত্রী অপরাজিতা আঢ্য। উজ্জ্বল লাল বর্ণের শাড়ি, মাথার খোঁপায় জুঁই ফুল, গা ভর্তি গয়না পরে সেই চেনা ছন্দে মণ্ডপে পৌঁছেছেন  অভিনেত্রী। উলুধ্বনি, পান পাতা, সিঁদুর, মিষ্টিতে মা দুর্গাকে বরণ করে আরও একটা বছরের অপেক্ষায় অপরাজিতা আঢ্য। মল্লিক বাড়ির পুজোয় সিঁদুরে মাখামাখি টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। 

আরও পড়ুন শারদীয়ার সাজে বাঙালিয়ানার ছোঁয়া, কাজল-রানির দুর্গাপুজোয় আলিয়া, আর কী হল মুখুজ্জে বাড়িতে?

Durga Puja