New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/23/BuqtNrTLLVlx5hG2C5j3.jpg)
কঙ্গনাকে চরম কটাক্ষ
Kangana Ranaut News: রাজনীতি নিয়ে কঙ্গনার চাঁছাছোলা মন্তব্যে অসন্তুষ্ট পদ্ম শিবির। সেই বিতর্কের মাঝেই নতুন করে সমস্যায় জড়ালেন অভিনেত্রী। ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে কী করলেন কঙ্গনা?
কঙ্গনাকে চরম কটাক্ষ
Kangana Ranaut: ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে গ্যাংস্টার এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। প্রথম ছবিতে দুর্দান্ত সাফল্যর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি কঙ্গনা রানাউতকে। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। ২০২৪-এ মান্ডির সাংসদ পদ গ্রহণের পর বলিউডের ক্যুইন থেকে রাজনীতিবিদ হিসেবে নিজের নতুন পরিচয় গড়ে তোলেন বলি অভিনেত্রী। তবে অল্প সময়ের মধ্যেই রাজনীতি থেকে মন উঠেছে কঙ্গনার।
কাজের থেকে অর্থ উপর্জনের জন্য মোটেই মন থেকে পুরোপুরি উপভোগ করছেন না অভিনেত্রী। সে কথা অকপটে স্বীকার করেছেন কঙ্গনা। খারাপ রাস্তা বা ভাঙা ড্রেন ঠিক করার মতো কাজগুলো সাংসদের নয় সে কথা স্পষ্ট করে দেন। কঙ্গনার চাঁছাছোলা মন্তব্যে অসন্তুষ্ট পদ্ম শিবির। বিতর্কের মাঝেই নতুন করে সমস্যায় জড়ালেন অভিনেত্রী। ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে কঙ্গনার রূঢ় ব্যবহার মোটেই ভালভাবে নিচ্ছেন না নেটনাগরিকের একাংশ।
SHAMEFUL : This is very arrogant behavior by BJP MP Kangana Ranaut
— Amock_ (@Amockx2022) July 14, 2025
80 yr old man kept requesting her to get his work done but she refused 💔
He was down at her feet but Run out acted rude to him. She will lose in 2029 🗿 pic.twitter.com/Wihbi4RsV5
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যচ্ছে এক বৃদ্ধ কঙ্গনার পায়ের সামনে বসে কিছু সমস্যা সমাধানের আর্জি করছেন। সেই সময় কঙ্গনা তাঁকে সোজাসুজি বলে দিলেন সেই সমস্যাগুলো সমাধান তঁর কর্তব্য নয়। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করার পরামর্শ দেন। অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতের মন্তব্য, 'এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব মুখ্যমন্ত্রীর, আমার নয়। ওঁর কাছে বিষয়টা জানান।'
আরও পড়ুন 'আমাকে খারাপভাবে স্পর্শ করার পর...', ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন 'দঙ্গল গার্ল' ফতিমা সানা শেখ
ওই বৃদ্ধ কঙ্গনার কাছে একটাই অনুরোধ করেছিলেন তিনি যেন বিষয়টা সংসদে উত্থাপন করেন। প্রত্যুত্তরে অভিনেত্রী বলে দিলেন, তিনি কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নায়ন মন্ত্রী মনোহর লাল খাট্টের সঙ্গে যোগাযোগের বন্দোবস্ত করে দেবেন।পরে অবশ্য কঙ্গনা ওই বৃদ্ধকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। তবে একজন বৃদ্ধের সঙ্গে কঙ্গনার এহেন আচারণের তীব্র নিন্দা করেছে নেটপাড়া।
পায়ের সামনে একজন বৃদ্ধ! এই বিষয়টির জন্যই কটাক্ষের মুখে সাংসদ কঙ্গনা রানাউত। অনেকেই তাঁকে অহংকারী ও দাম্ভিক রাজনীতিবিদ বলে খোঁটা দিয়েছেন। এক ব্যক্তির বক্তব্য, 'ভোটে জয়ী হয়ে রাজনীতিবিদরা সমাজের ও মানুষের সেবা করার কাজে নিয়োজিত হন।' অপর এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, 'কেন একজন ৮০ বছরের বৃদ্ধ তাঁর পায়ের কাছে বসবেন?'
আরও পড়ুন ডিভোর্সের তিন বছর পর নতুন ইনিংস শুরু! কার সঙ্গে চুপিসারে বাগদান সারলেন জনপ্রিয় পাক অভিনেতা?