Kangana Ranaut-Dating App: 'যে মহিলারা ডেটিং অ্যাপ ব্যবহার করে তাঁদের চরিত্র...', লিভ-ইন রিলেশন নিয়ে বিস্ফোরক কঙ্গনা

Kangana Ranaut: ডেটিং অ্যাপ এবং লিভ-ইন রিলেশন ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে। সম্প্রতি 'হাউটারফ্লাই' -এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিতর্কিত মন্তব্য করেন।

Kangana Ranaut: ডেটিং অ্যাপ এবং লিভ-ইন রিলেশন ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে। সম্প্রতি 'হাউটারফ্লাই' -এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিতর্কিত মন্তব্য করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ডেটিং অ্যাপ-লিভ ইন রিলেশন নিয়ে বিতর্কিত মন্তব্য

Kangana Ranaut On Dating App: অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত কখনওই কোনও বিষয়ে মন্তব্য করতে পিছপা হন না। রাজনীতি থেকে সিনেমা, রাজনীতিবিদদের সিনেমায় উপস্থিতি কিংবা অন্য যে কোনও বিষয়ে নিজের মতামত পোষণ করেন। বহুবার, কঙ্গনার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি ‘হাউটারফ্লাই’ (Hauterrfly)-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ এবং লিভ-ইন রিলেশন ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে বলে মন্তব্য করেন। 

Advertisment

সাক্ষাৎকারে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি কখনও ডেটিং অ্যাপে প্রোফাইল খোলার কথা ভেবেছেন? সঙ্গে সঙ্গে উত্তর দেন, 'আমি কখনও ডেটিং অ্যাপে থাকতে চাইনি। ওটাই সমাজ নষ্টের মূল কারণ। প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা থাকে, তা সে আর্থিক, শারীরিক বা অন্য কিছু। কিন্তু আমরা সেগুলো মেটাব কীভাবে? প্রতিদিন রাতে কাউকে খুঁজে বেড়ানো? ডেটিং অ্যাপের জমানায় এইরকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।'

আরও পড়ুন পায়ের সামনে ৮০ বছরের বৃদ্ধ! বয়স্ক মানুষের সঙ্গে দুর্ব্যবহার, কঙ্গনার কীর্তিতে ছিছিক্কার নেটপাড়ায়

Advertisment

অভিনেত্রী আরও বলেন, 'আমার কাছে এটা অত্যন্ত ঘৃণ্য একটি কাজ। এমন মানুষের সংস্পর্শে আসার কথা আমি ভাবতেও পারি না।” সঞ্চালক যখন প্রশ্ন করেন, 'আমি বিচার করব না অন্য কেউ চাইলে করতে পারে।' কঙ্গনা পাল্টা বলেন, 'আপনি কেন এভাবে বলছেন? কারণ আপনি ভয় পাচ্ছেন কেউ যদি আপনাকে এই মতামতের জন্য ট্রোল করে। আপনি কি চান আপনার ছোট ভাই বা বোন ডেটিং অ্যাপে যাক? আমার মনে হয়, যাদের কোনও সমস্যা নেই তাঁরা কখনওই ডেটিং অ্যাপে যাবে না। যাঁরা আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে তাঁরাই একমাত্র এই অ্যাপ ব্যবহার করতে পারে। ভাল মানুষ খুঁজে পাওয়া যায় আপনার অফিসে, কলেজে বা বাবা-মা যে মাধ্যমে পাত্রপাত্রীর খোঁজ করেন সেখানে।'

কঙ্গনার বক্তব্য, ডেটিং অ্যাপে কেবল 'লুজার'-রাই থাকে এবং এদের অনলাইন স্বীকৃতির বদলে থেরাপির প্রয়োজন। তিনি বলেন, 'আমার মতো মানুষ ডেটিং অ্যাপে পাবেন না। ওখানে পাবেন শুধু 'লুজার'-দের যাঁরা জীবনে কিছুই অর্জন করতে পারেননি। যদি অফিসে, বাবা-মা বা আত্মীয়স্বজনের মাধ্যমে কারও সঙ্গে পরিচয় না হয় এবং শেষমেশ আপনি ডেটিং অ্যাপে যান, তাহলে ভাবুন আপনার চরিত্র কেমন।'

আরও পড়ুন মন্দির সংলগ্ন দোকান থেকে কেন একাধিক মদের বোতল কিনলেন গোবিন্দার স্ত্রী? দেখুন ভিডিও

এরপর উপস্থাপক লাইভ-ইন সম্পর্কের প্রসঙ্গ তোলেন। কঙ্গনা বলেন, বিয়ের বিকল্প কিছু হয় না। লিভ-ইন সম্পর্ক মেয়েদের জন্য মোটেই সঠিক নয়। পুরুষরা যে কোনও নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে। তখন গর্ভপাত কে করাবে? বিয়ে আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি এমন এক বন্ধন যার মাধ্যমে স্বামী-স্ত্রী পরল্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আজকাল নতুন ধারণা জন্মেছে, লিভ-ইন সম্পর্ক। সারা জীবনে আমি সম্পর্কের মধ্যে থেকেছি এবং অন্যদেরও দেখেছি, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, এগুলো মেয়েদের জন্য ঠিক নয়। কাল আপনি যদি গর্ভবতী হন, কে আপনাকে গর্ভপাত করাতে সাহায্য করবে? কে আপনার যত্ন নেবে?'

যখন বলা হয় যে একসঙ্গে থাকা বেআইনি নয় কঙ্গনা জানান, বেশিরভাগ আইনই এখন মেয়েদের পক্ষে। তাঁর মতে, 'যতই আমরা নিজেদের ক্ষমতাবান করি বা বই পড়ে জ্ঞান অর্জন করি বৈজ্ঞানিকভাবে বলতে গেলে পুরুষরা বিষয়গুলো আলাদা করে ভাবতে পারে, কিন্তু নারীরা পারে না।'

আরও পড়ুন ফের মুম্বইয়ে মারাত্মক দুর্ঘটনা! বাসের ধাক্কার ক্ষতিগ্রস্ত অভিনেত্রীর গাড়ি, কেমন আছেন শিল্পা?

Kangana Ranaut