/indian-express-bangla/media/media_files/2025/11/04/actor-1-2025-11-04-14-35-07.jpg)
কী শোনাল আদালত...
Renukaswamy case: কন্নড় অভিনেতা দর্শন তুগুদীপা, তার কথিত সঙ্গী পবিত্রা গৌড়া এবং আরও ১৫ জনের বিরুদ্ধে রেণুকাস্বামী হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। বেঙ্গালুরুর ৬৪তম আদালতে সোমবার চার্জশিট দাখিল হয়, যেখানে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ এবং বেআইনি সমাবেশের অভিযোগ তোলা হয়েছে। মোট ১৭ জন অভিযুক্তই নিজেদের নির্দোষ দাবি করেছেন। আদালত আগামী ১০ নভেম্বর থেকে বিচার শুরু করার জন্য শুনানি স্থগিত করেছে। চার্জশিটে পবিত্রা গৌড়াকে এই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতে শুনানির সময় জনসমাগম এতটাই বেশি ছিল যে বিচারক আইপি নায়েক বিরক্তি প্রকাশ করেন। তিনি ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেন, “এত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা কীভাবে সম্ভব?” এরপর তিনি আদালত-কক্ষে উপস্থিত অপ্রাসঙ্গিক আইনজীবীদের বেরিয়ে যেতে নির্দেশ দেন।
জীবদ্দশায় উপেক্ষিত, মৃত্যুর পর কিংবদন্তি, দারিদ্রতাই কেড়ে নিল সুরকারকে
অভিযোগ-পত্র অনুযায়ী, পবিত্রা গৌড়ার বিরুদ্ধে রেণুকাস্বামীকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ রয়েছে। দাবী করা হয়েছে, দর্শনও ভুক্তভোগীর উপর নির্মম হামলায় অংশ নিয়েছিলেন, যার ফলেই রেণুকাস্বামীর মৃত্যু ঘটে। এছাড়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে, কয়েকজন অভিযুক্তকে নাকি, ভুলভাবে হত্যার দায় নিজের কাঁধে নেওয়ার জন্য, অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এগুলো সবই আদালতে প্রমাণাধীন অভিযোগ।
শুনানির পর দর্শন, পবিত্রা এবং আরও সাতজনকে আবার কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। আদালতে দর্শন দাবি করেন যে জেলের পরিবেশে তার জীবন “অসহনীয়” হয়ে উঠেছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। তার কথায়, “আমি আর এভাবে বাঁচতে চাই না… জেলে থাকা অসম্ভব হয়ে উঠেছে।”
কিংবদন্তির জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
২০২৪ সালের ৯ জুন বেঙ্গালুরুর একটি নর্দমার কাছে ৩৩ বছর বয়সি রেণুকাস্বামীর মরদেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে যে পবিত্রা গৌড়াকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ থেকেই এই সহিংসতার সূত্রপাত বলে ধারণা। দুদিন পর দর্শন ও পবিত্রাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us