Tollywood Actress: 'শনিবারই জানতে পারলাম...', রবিবাসরীয় ছুটির দিনে চরম দুঃসংবাদ দিলেন টেলি অভিনেত্রী কন্যাকুমারী

Tollywood Actress News: মা তাঁর সবচেয়ে ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ১-এর মঞ্চ সর্বত্রই মিলেছে সেই প্রমাণ। শনিবার অভিনেত্রী কন্যাকুমারী জানতে পেরেছেন তাঁর মা ক্যানসার আক্রান্ত। এই বিষয়ে কী জানালেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে?

Tollywood Actress News: মা তাঁর সবচেয়ে ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ১-এর মঞ্চ সর্বত্রই মিলেছে সেই প্রমাণ। শনিবার অভিনেত্রী কন্যাকুমারী জানতে পেরেছেন তাঁর মা ক্যানসার আক্রান্ত। এই বিষয়ে কী জানালেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 চরম দুঃসংবাদ দিলেন অভিনেত্রী

চরম দুঃসংবাদ দিলেন অভিনেত্রী!

Kanyakumari Mukherjee Mother: বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ কন্যাকুমারী মুখোপাধ্যায়। এই মুহূর্তে 'দুগ্গামণি ও বাঘমামা'-তে অভিনয় করছেন। অভিনয় দক্ষতায় বারবার দর্শকের মনে নিজের একটা জায়গা তৈরি করেছেন কন্যাকুমারী। নতুন ধারাবাহিকেও আরও একবার মেগার দর্শকের মনোরঞ্জন করছেন। এর মাঝেই হঠাৎ ছন্দপতন। সিরিয়ালের সেটের নানা মুহূর্ত শেয়ার করেন। কিন্তু, রবিবাসরীয় ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা পোস্ট। নাতনিকে আগলে বিছানায় শুয়ে আছেন কন্যাকুমারীর মা আর নিজস্বী তুলছেন অভিনেত্রী। পারিবারিক এই রঙিন ছবির পিছনে রয়েছে কালো মেঘের ঘনঘটা। অসুস্থতার ছাপ অভিনেত্রীর মায়ের মুখে বেশ স্পষ্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তাঁর মা ক্যানসার আক্রান্ত। তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা হয়নি এটাই রক্ষে। মায়ের বায়োপ্সি রিপোর্ট এসেছে। ম্যালিগন্যান্ট, কিন্তু দ্বিতীয় পর্যায়। এই স্টেজে চিকিৎসার সুযোগ আছে। কেমোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভবনা আছে। 

Advertisment

অভিনেত্রীর এই পোস্ট দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'দু'দিন আগেও ভীষণ চিন্তায় ছিলাম। ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মাঝে মায়ের একটি টিউমর হয়েছিল। অপারেশনের পর বায়োপ্সি করা হয়। তখনই জানতে পারি এটা ম্যালিগন্যান্ট। তবে চিকিৎসকরা প্রতিশ্রুতি দিয়েছেন দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। কেমোথেরাপি শুরু হলে অনেকটাই সুস্থ হয়ে যাবে। মায়ের জন্য সকলে একটু প্রার্থনা করুন এটাই চাই। পরিবারের প্রত্যেকে, কাছের বন্ধুরা সকলে এই কঠিন সময়ে আমার সঙ্গে রয়েছে। মা খুব তাড়াতাড়ি আবার আগের মতো ভাল হয়ে যাক সেটাই চাই। প্রয়োজনা সংস্থা যদি এই সময় আমার পাশে না থাকত তাহলে কাজ করাটাও খুব মুশকিল হয়ে যেত। সকলের সাহায্যেই সবদিক সামলাতে পারছি।'

আরও পড়ুন: 'এটা কত নম্বর প্রেমিক'? সম্পর্কের ভাঙা-গড়ার নিয়ে খোঁচা, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

Advertisment

নিজের মনকে শক্তি জুগিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে কন্যাকুমারী লিখেছেন, 'মা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে। সেটা কেমোথেরাপি শুরু হওয়া। এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি আগামীর পথও অতিক্রম করতে পারব। পারতেই হবে। কারণ মা পারতে চান। আমার মা দারুণ। আরও দারুণ দারুণ হয়ে উঠবেন। যাঁরা আমার মায়ের জন্য প্রার্থনা করছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। মায়ের সুস্থতার খবর আনন্দের সঙ্গে দেব।'

আরও পড়ুন: 'কাশ্মীর চলুন পুরো বলিউড আপনার সঙ্গে যাবে', পহেলগাঁও হামলার পর বিশেষ বার্তা রাখির

Kanyakumari Mukherjee Bengali serial TRP Bengali Television Bengali Actress Bengali Serial