Rakhi Sawant: ২২ এপ্রিল, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পহেলগাঁওয়ে জঙ্গীদের এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছে ২৮ জন পর্যটক। আহত অনেকেই। ভূস্বর্গের এই ভয়ংকর ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে ভয়ের আবহ। একইসঙ্গে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই নিজেদের মত প্রকাশ করছেন। ইসলাম সম্প্রদায়ভুক্ত অনেকেই আবার মুসলিম হওয়ায় লজ্জিত হয়েছেন। এই ঘটনার রেশ আছড়ে পড়েছে সিনেদুনিয়াতেও। পাক অভিনেতাদের ছবি ভারতে মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। আবার ভারতীয়দের ছবিও পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতিতেও কাশ্মীর নিয়ে ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন ঈশান খট্টর থেকে সুনীল শেট্টি। পরবর্তী ছুটিটা কাশ্মীরে কাটাবেন বলে জানিয়েছেন আথিয়া শেট্টির বাবা। সেই পথের পথিক বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ন্ত।
আরও পড়ুন: দীপিকা টু ক্যাটরিনা- আলিয়া থেকে প্রিয়াঙ্কা, ইনস্টায় প্রচারমূলক পোস্ট পিছু তারকাদের আয় শুনলে ভিড়মি খাবেন
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রাখি। বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মতামত জানানোর পরই বিতর্কে জড়ান। সেই সব নিয়ে অবশ্য কোনও ভ্রূক্ষেপ নেই তাঁর। পহেলগাঁও হামলা নিয়ে এবার ভিডিওবার্তায় সুর চড়ালেন রাখি। বোরখা পরিহিতা রাখি সাওয়ন্ত উচ্চস্বরে বলেন, 'আমরা প্রত্যেকে এক। হিন্দুস্থান থেকে কেউ মুসলিমদের সরাতে পারবে না। ভারত যতটা হিন্দুদের জন্য ঠিক ততটাই মুসলিমদের জন্যও। হিন্দু-মুসলিম কোনওদিন বিভেদ করবেন না। দয়া করে বাচ্চাদের মতো ব্যবহার করবেন না, আপনারা অনেক পরিণত। ভগবান ক্ষমা করবেন না। এই ধরনের মানসিকতা ঈশ্বরকে কতটা কষ্ট দেয় জানেন! উনিই তো সৃষ্টিকর্তা। কেন আমরা একে অপরের হত্যালীলায় মেতেছি?'
সুনীলের সুরে সুর মিলিয়ে রাখি সাওয়ন্ত বলেছেন, 'আমি পরবর্তী ছুটি কাশ্মীরেই কাটাব। আমাদের প্রত্যেকের উচিত কাশ্মীর যাওয়া। পরবর্তী ভ্যাকেশনটা কাশ্মীরেই হওয়া উচিত। কাশ্মীর আমাদের। ওখানের মানুষ আমাদের ভাই-বোন। ওঁরা আমাদের প্রতিবেশী। ছুটি কাটাতে সবাই ওখানে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞা করা উচিত। ভারতের বাইরে কোথাও যাব না। আপনারা আমার সঙ্গে আছেন তো? বক্তব্যের শেষে রাখির সংযোজন, ভারতীয়রা যদি কাশ্মীর ঘুরতে যায় তাহলে পুরো বলিউড তাঁদের পাশে দাঁড়াবে। তাঁর কথা অনুযায়ী, 'নিজেদের প্রাণ দিয়ে প্রত্যেককে রক্ষা করবে। যেভাবে সৈনিকরা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ায় ঠিক সেভাবেই। কাশ্মীরের মানুষও তো আমাদের জীবন বাঁচাতে এগিয়ে এসেছে। কেউ ভয় পেও না। আমরা প্রত্যেকে যাব। পুরো বলিউড আপনাদের সঙ্গে কাশ্মীর যাবে।'
আরও পড়ুন: 'পরিবারকে বাঁচাতে নিজের হাতে খুন করতেও...', প্রচ্ছন্ন হুঁশিয়ারি জনপ্রিয় অভিনেতার