Kapil Sharma Cafe: ফের গুলিবর্ষণ! কপিল শর্মার ক্যাপস ক্যাফে ঘিরে চূড়ান্ত আতঙ্ক...

লরেন্স বিষ্ণোই গ্যাং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে, যদিও পুলিশ এখনও সেই দাবির সত্যতা যাচাই করছে। তদন্তকারীরা জুলাই ও আগস্টে ঘটে যাওয়া আগের দুটি গুলি করার ঘটনার সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন।

লরেন্স বিষ্ণোই গ্যাং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে, যদিও পুলিশ এখনও সেই দাবির সত্যতা যাচাই করছে। তদন্তকারীরা জুলাই ও আগস্টে ঘটে যাওয়া আগের দুটি গুলি করার ঘটনার সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kapil sharma - closed one

যা হল তাঁর সঙ্গে...

Kapil Sharma Cafe: সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধির মধ্যে, ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন 'ক্যাপস ক্যাফতে' আবারও গুলি চালনার ঘটনায় চূড়ান্ত গণ্ডগোল। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনাটি ছিল গত কয়েক মাসে তৃতীয় হামলা। আগে দু-বার গুলি চালানোর ঘটনার পর, নতুন করে খোলা হয়েছিল সেই ক্যাফে। 

Advertisment

সারে পুলিশ সার্ভিস (SPS) জানিয়েছে, ভোর ৪টা ৩০ মিনিটে, ১২০ স্ট্রিট এবং ৮৫ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সৌভাগ্যবশত কেউ আহত হননি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দ্রুতগতির একটি গাড়ি থেকে গুলি চালানো হচ্ছে। যার ফলে ক্যাফের জানালা ভেঙে যায় এবং সামনে গুলির ছিদ্র ভেদ করে ঢোকে। সেই সময় দোকান বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। 

Chandan sen: 'গণতন্ত্রের ছাপ্পা', তালিবানি মিটিং-এ মহিলা সাংবাদিকদের প্রবেশে মানা, তীব্র ধিক্কার চন্দন সেনের

Advertisment

লরেন্স বিষ্ণোই গ্যাং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে, যদিও পুলিশ এখনও সেই দাবির সত্যতা যাচাই করছে। তদন্তকারীরা জুলাই ও আগস্টে ঘটে যাওয়া আগের দুটি গুলি করার ঘটনার সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন। ইন্দো–কানাডিয়ান ফিউশন রেস্টুরেন্ট হিসেবে পরিচিত ক্যাপস ক্যাফে চলতি মাসের ২ অক্টোবর, ব্যাপক মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর পুনরায় খুলেছিল। হামলার পর ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ক্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে...

"আমরা ধাক্কা খেয়েছি, কিন্তু হার মানব না। সহিংসতা আমাদের মনোবল বা সম্প্রদায়কে নীরব করতে পারবে না।" সারে মেয়র ব্রেন্ডা লক, এই গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বলেছেন, "আমাদের শহর এই বেপরোয়া সহিংসতায় ভীত হবে না। আমরা ব্যবসায়িক সম্প্রদায়ের পাশে আছি এবং দ্রুত বিচার চাই।"  এই ঘটনাগুলি এখন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষত বাড়তে থাকা গ্যাং- সম্পর্কিত অপরাধ নিয়ে। সেপ্টেম্বর মাসে কানাডার জন-নিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারী, লরেন্স বিষ্ণোই গ্যাংকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।

Amar Singh Chamkila: বীরেন্দ্র মৃত্যুর তিন দিন আগে দেখা করেছিলেন, অমর সিং-কে আগেভাগেই সতর্ক করেছিলেন যোগরাজ?

শের-ই-পাঞ্জাব রেডিও উপস্থাপক জগদীপ সিং জানান, এ বছর এটি ছিল ৩৪তম গুলি চালনার ঘটনা, যার মধ্যে ৫৯টি চাঁদাবাজি-সম্পর্কিত অপরাধ। পুলিশ তথ্য প্রদানকারীদের জন্য ২.৫ লক্ষ কানাডিয়ান ডলার (প্রায় ₹১.৫ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে- যা কানাডার ইতিহাসে সবচেয়ে বড়। কর্তৃপক্ষের ভাষায়, "এগুলো আর শুধু অপরাধ নয়, এগুলো সন্ত্রাসবাদ।" 

kapil sharma The Kapil Sharma Show Entertainment News