Sharmila Tagore Puratawn: 'বাংলার বাঘিনী', ১৪ বছর পর বাংলা সিনেমা 'পুরাতন'-এ শর্মিলার প্রত্যাবর্তন, আপ্লুত করিনা

Puratawn Sharmila Tagore: ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরলেন শর্মিলা ঠাকুর। শাশুড়ি মায়ের নতুন ছবি পুরাতন-এর জন্য টিমকে শুভেচ্ছাবার্তা নবাব বেগম করিনা কাপুর খানের।

Puratawn Sharmila Tagore: ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরলেন শর্মিলা ঠাকুর। শাশুড়ি মায়ের নতুন ছবি পুরাতন-এর জন্য টিমকে শুভেচ্ছাবার্তা নবাব বেগম করিনা কাপুর খানের।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
পুরাতন-এর জন্য টিমকে শুভেচ্ছাবার্তা নবাব বেগম করিনা কাপুর খানের।

পুরাতন-এর জন্য টিমকে শুভেচ্ছাবার্তা নবাব বেগম করিনা কাপুর খানের।

Puratawn Kareena Kapoor: ১১ এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত ছবি 'পুরাতন'। বাংলা ছবি তৈরি করলেও বহুদিন বিদেশের মাটিই তাঁর স্থায়ী ঠিকানা। এক প্রবাসীর মন কী ভাবে শিঁকড়ের টানে 'পুরাতন'-এর গন্ধ গায়ে মেখে ছবি তৈরি করতে পারেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই ছবি। পুরনো বাড়ির দেওয়ালের সরীসৃপ শিকড় এক স্মৃতিভ্রষ্ঠা বৃদ্ধার শরীরে শিরা-উপশিরায় প্রতিটি রক্তবিন্দুতে যেন মিশে রয়েছে। সময় থমকে না থাকলেও পুরানো দিনের নস্ট্যালজিয়াতেই বেঁচে থাকতে পছন্দ করেন ওই বৃদ্ধা ভদ্রমহিলা। 

Advertisment

সময়ের স্রোতে ভেসে নদীর ধারে পুরনো দিনের ইটের তৈরি বাড়ি-সামনে বিশাল বাগান আর কিছু রক্তমাংসের ধ্বংসাবশেষ প্রাচীন গুহার ফসিলের মতো পুরাতনের দলিল হয়ে থেকে যায়! দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় এভাবেই প্রত্যাবর্তন ঘটল 'স্বপ্ন কে রানি' শর্মিলা ঠাকুরের। তাঁর এই পুর্নজন্ম পৌতদি ম্যানসনে যেন নতুন প্রাণ সঞ্চার করল। শাশুড়ি মায়ের নতুন ছবির প্রচারে সামিল নবাব বেগম করিনা কাপুর খান।

ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিওবার্তায় শাশুড়ি মা শর্মিলা ঠাকুর সহ টিমের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন বেবো। দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলার প্রত্যাবর্তনে খুশি করিনা। লেজেন্ডারি অভিনেত্রী সম্বোধন করে তিনি বলেন, 'আমার শাশুড়ি মা অবশেষে বাংলা ছবিতে ফিরলেন। ১৪ বছর পর, তবুও তিনি বাংলার বস। বাংলা সিনেমার বাঘিনী। আমি জানি প্রত্যেকে এই সিনেমাটা দেখবে। অভিনয় জগতের সঙ্গে যুক্ত একজন মানুষ হিসেবে আমি এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।'

আরও পড়ুন: 'কাল হো না হো...', দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত তাহিরার মন হালকা করতে কী করেছিলেন চিকিৎসকরা?

Advertisment

নবাব বেগমের শুভেচ্ছাবার্তায় আপ্লুত ঋতুপর্ণা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, 'আপনার শুভেচ্ছা-ভালবাসা পেয়ে আমরা আপ্লুত। আপনার সাপোর্ট আমাদের কাছে বিরাট প্রাপ্তি।' বহু বছর পর শর্মিলার সেই অনবদ্য অভিনয় আরও একবার জিয়া নস্ট্যাল বাঙালি দর্শক। মা-মেয়ের জুটি, পুরাতন-বর্তমান সত্যিই মিলেমিশে একাকার। স্মৃতি-বিস্মৃতির উতল হাওয়ায় সুমন সরকারের মাস্টার পিস 'পুরাতন' মুক্তির পরই দর্শকের মনে দাগ কেটেছে। 

আরও পড়ুন:  'সস্তার লাইক-শেয়ারের লোভে...', প্রকাশ্যে কাকে হুঁশিয়ারি দিলেন মিমি?

rituparna sengupta Bengali Cinema Bengali Actress Bengali Film Sharmila Tagore Kareena Kapoor Khan Bengali Film Industry