Kareena Kapoor-Saif Ali Khan: 'সইফকে আমার থেকে বেশি ভয় পায়', জেহ-তৈমুরকে কী ভাবে বড় করছেন সইফিনা? ফাঁস করলেন বেবো

Kareena Kapoor-Taimur-Jeh: সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টের নতুন পর্বের অতিথি ছিলেন করিনা কাপুর খান। সন্তানদের লালনপালন প্রসঙ্গে কথা বলেছেন বেবো। তিনি জানিয়েছেন জেহ-তৈমুরের ক্ষেত্রে কী ভাবে তাঁরা ভিন্নধর্মী অভিভাবকত্বের ধারা অনুসরণ করেন।

Kareena Kapoor-Taimur-Jeh: সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টের নতুন পর্বের অতিথি ছিলেন করিনা কাপুর খান। সন্তানদের লালনপালন প্রসঙ্গে কথা বলেছেন বেবো। তিনি জানিয়েছেন জেহ-তৈমুরের ক্ষেত্রে কী ভাবে তাঁরা ভিন্নধর্মী অভিভাবকত্বের ধারা অনুসরণ করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

খান পরিবারের সন্তান পালনের কায়দা

Kareena Kapoor-Saif Ali Khan Son: করিনা কাপুর খান, অভিনয় কেরিয়ার আর মায়ের দায়িত্ব একসঙ্গে সামলাতে একেবারে সিদ্ধহস্ত। ভারসাম্য বজায় রেখে কী ভাবে দু'দিক সামলাতে হয় অনেকের কাছেই সেই অনুপ্রেরণার নাম নবাব বেগম করিনা কাপুর খান। কেরিয়ার ও মাতৃত্বের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং সেই বিষয়ে বহুবার খোলামেলা কথা বলেছেন করিনা। কীভাবে মা হওয়া তাঁর ব্যক্তিত্ব ও জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে সেই নিয়ে বছরের পর বছর অভিজ্ঞতা ভাগ করেছেন বেবো। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টের নতুন পর্বে করিনা বলেছেন, জেহ-তৈমুরের ক্ষেত্রে ভিন্নধর্মী অভিভাবকত্বের ধারা অনুসরণ করেন।

Advertisment

কারিনা জানান, সইফ সাধারণত একজন বন্ধুসুলভ ও খেলার সঙ্গীর মতো সন্তানদের সঙ্গে আচরণ করেন। তাদের পছন্দের কাজে অংশ নিতে ভালবাসেন। তারকা মম করিনা কাপুর খানের কথায়, 'আমার মনে হয় বাবারা ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের বোঝে, এবং যাতে তারা স্বচ্ছন্দ বোধ করে সেই দিকটা নিশ্চিত করে। তাই সইফ সেগুলো করে। ক্রিকেট, ফুটবল, গিটার বাজানো, ড্রাম বাজানো সবকিছুতেই অংশ নেয়। আমরা দু’জনেই এইভাবে একে অপরকে ভারসাম্যটা বজায় রাখি।'

একইসঙ্গে কারিনা এটাও স্বীকার করেছেন, সাইফের এই সহজ-সরল স্বভাবের মাঝেও একধরনের কর্তৃত্ববোধ আছে যা মাঝে মধ্যে নিজের সুবিধার্থে প্রয়োগ করেন। বেবোর বক্তব্য, 'আমাদের কেউই খুব রেগে যাই না। কিন্তু যদি ওরা খুব বেশি দুষ্টুমি করে বা ওদেরকে কোনও কাজ করাতে হবে তখন বলতে হয় আব্বা রেগে যাবে। কারণ আমার মনে হয়, ছেলেরা আমায় যতটা ভয় পায় তার চেয়ে বেশি সইফকে ভয় পায়।'

Advertisment

আরও পড়ুন পতৌদি নবাব হয়েও বাবার পকেট থেকে টাকা চুরি! শৈশবের সংগ্রাম নিয়ে সোজাসাপটা সইফ

নিজের অভিভাবকত্বের ধরন সম্পর্কে কারিনা বলেন, তিনি মাঝে মাঝে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েন কিন্তু সইফ-ই তাকে শান্ত থাকতে শেখান। সইফ প্রসঙ্গে করিনার সংযোজন, 'আমার মনে হয় সাইফ একজন অসাধারণ বাবা। চার সন্তানের প্রতি সমান ভালোবাসা ও যত্নশীল মনোভাব। আমি যখন অতিরিক্ত চিন্তা করতে শুরু করি তখন সইফ বলেএকটু রিল্যাক্স করো। সবসময় ওদের উপর চাপিয়ে দিও না যে এটা খেতে হবে, ওটা করতে হবে।' 

করিনা আরও বলেন, আলাদা মেজাজই তাঁদের সম্পর্ক ও অভিভাবকত্বে ভারসাম্য তৈরি করে। সাইফ অনেক বেশি শান্তস্বভাবের আর তিনি একটুতেও হাইপার হয়ে যান। সেলেব মম করিনার মতে, মা-বাবার দায়িত্ব একে অপরের ভারসাম্য বজায় রাখা। সইফ-অমৃতা সিংয়ের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের কথা উল্লেখ করে করিনা বলেন, তাঁর অভিজ্ঞতা অনেক সময় করিনাকে নতুন দিশা দেখায়। 

অভিনেত্রী বলেন, 'আমাদের মধ্যে পার্থক্য আছে। কারণ সাইফ আগেও বাবা হয়েছে তাই ওঁর অভিজ্ঞতা অনেক বেশি। আমার জন্য এটা একদম নতুন অভিজ্ঞতা। প্রতিদিন কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে বলে মনে হয়।' হাসতে হাসতে করিনা যোগ করেন, 'আমরা দু’জনেই খুব প্রতিযোগিতামূলক। কে বেশি সন্তানদের থেকে ভালবাসা পাচ্ছে সেটা দেখি। যদি ওরা আমায় বেশি জড়িয়ে ধরে সইফ মুখ গোমড়া করে থাকে আর যদি সইফকে বেশি জড়িয়ে ধরে আমি মন খারাপ হয়। এটা বেশ মজার।'

আরও পড়ুন ৮০০ কোটির পতৌদি প্যালেসে ১৫০ টি ঘর, কে বানিয়েছেন ঐতিহাসিক রাজপ্রাসাদ? রইল অন্দরমহলের ছবি

Kareena Kapoor Khan saif ali khan