কর্ণী সেনার সোজাসাপটা মন্তব্য, "অক্ষয় কুমারকে নিয়ে কোনও আপত্তি নেই। তবে যাবতীয় দোষ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের। অবিলম্বে সিনেমার নাম বদলাতে হবে। কারণ, দেশের শেষ হিন্দু সম্রাট 'পৃথ্বীরাজ চৌহানের' বায়োপিকের নাম কখনোই শুধুমাত্র 'পৃথ্বীরাজ' রাখা উচিত হয়নি। এতে করে রাজপুত কিংবা ক্ষত্রিয় সমাজের ভাবনায় আঘাত লাগতে পারে। এটা প্রযোজক আদিত্য চোপড়ার মাথায় রাখা উচিত ছিল।" পাশাপাশি সংশ্লিষ্ট হিন্দু সংগঠনের তরফে হুঁশিয়ারিও দেওয়া হয় যে, "সিনেমার নাম পরিবর্তন না করলে দেশের সমগ্র ক্ষত্রিয় সমাজ পথে নামবে। তখন যদিও কোনও প্রাণহানি হয়, তার জন্য পুরোপুরি দায়ী থাকবে যশরাজ ফিল্মস।"
কর্ণী সেনা সংগঠন প্রধান সুরজিৎ সিং রাঠোরের দাবি, সিনেমার নাম বদলে রাখতে হবে 'বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ'। যদিও এই প্রসঙ্গে এখনও কোনওরকম মন্তব্য করতে শোনা যায়নি নির্মাতাদের। মুখ খোলেননি অক্ষয় কুমারও। তবে নেটদুনিয়ায় শোরগোল অব্যাহত।