Pahalgam Terror Attack 2025: ভূস্বর্গ আজ রক্তাক্ত। কাশ্মীরের সবুজ গালিচা আজ লাল লহুতে রাঙিয়ে গিয়েছে। যদিও বা এই কাশ্মীর বহু রক্তপাতের সাক্ষী। কিন্তু, না! গতকাল যে ঘটনা ঘটেছে, তারপর মানুষের কাশ্মীরের প্রতি যে ভয় ধরে যাবে একথা খুব স্বাভাবিক। আর এবার কাশ্মীর নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। এদিকে, এমন একজন মানুষ, যার চোখ দিয়েই অনেক মানুষ কাশ্মীর দেখেন, এবার তিনি যথেষ্ট মাত্রায় মর্মাহত।
সমাজ মাধ্যমের আইকনরা নিজের কাজের মাধ্যমে এখন জনপ্রিয়। তাঁরা নানা ধরণের রিলস বানিয়ে কিংবা কনটেন্ট বানিয়েই সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে ওঠেন। কাশ্মীরের রউফ ঠিক সেরকম এক ব্যক্তি। তিনি সামজ মাধ্যমে কাশ্মীরকে নিয়ে নানা ভিডিও বানান। এবং সেই দৃশ্য মুগ্ধ করে সকলকে। আদতে তিনি কাশ্মীরের বাসিন্দা। এবং এই জায়গার সঙ্গে তাঁর জীবন জড়িয়ে আছে। কাশ্মীরের প্রতি তাঁর আলাদারকমের ভালবাসা থাকলেও আজ জখমি ভূস্বর্গ তাঁকে প্রচণ্ড ব্যাথা দিয়েছে।
Kashmir war Based top 4 Movies: কাশ্মীর ইস্যু নিয়ে শত্রুদের ঘরে ঢুকেই…
আব্দুল রউফ, সমাজ মাধ্যমে তাঁর ফলোয়ার প্রায় ২.৪ মিলিয়ন। আজ কাশ্মীরের এই অবস্থা দেখে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখছেন, "পহেলগাঁও-এর সব কোণা আজ নিশ্চুপ। যেন খুব কাছের কাউকে স্মৃতিতে মনে রাখার চেষ্টা চলছে।" কিন্তু বিস্তৃত পোস্টে তিনি এই দুরাবস্থার সঙ্গে সঙ্গে মানসিক চাপ এবং অবসাদের কথাও লিখেছেন।
Pahalgam Terror Attack 2025: 'নিরীহ 'হিন্দু' নাগরিক, নিরীহ নাগরিক না..', গুলির বদলে গুলি, পহেলগাঁও কাণ্ডে স্পষ্ট কথা সৃজিত-ইমনদের...
কী লেখা সেই পোস্টেঃ
"যখনই এটা ভাবি যে কাশ্মীরের আঘাত এবং ক্ষত একটু হলেও কমছে, কেউ না কেউ আবার সেই বিশ্বাস ভেঙে দেয়। যেই অবস্থা একটু ঠিক হতে থাকে তখনই পুলওয়ামার মতো ঘটনা ঘটতে থাকে। আর আজ পহেলগাঁও অ্যাটাক। আর প্রতিবার একজনই টার্গেটে থাকে-কাশ্মিরী। কতবার সবকিছু ঠিক করার চেষ্টা করব? কেউ একজন আসে, সব ধ্বংস করে দিয়ে চলে যায়। দয়া করে আমাদের ক্ষমা করুন। বাঁচতে দিন, আমাদের এবার বাঁচতে দিন। এবার আমরা অস্বস্তিতে রয়েছি। আমি শেষ ৫ বছর কাশ্মীরকে প্রমোট করছি। আমার সব পোস্টে একটাই বার্তা ছিল, কাশ্মীর সুন্দর, কাশ্মীর অতিথিপরায়ণ। আর ফিরতি? শুধু একটু শান্তি চেয়েছিলাম। আজ আমার মন কাঁদছে।"