Vicky Kaushal-Katrina Kaif Baby: দীপিকার পথেই ক্যাটরিনা! দিওয়ালির পর দুই থেকে তিন হচ্ছেন ভি-ক্যাট?

Katrina Kaif Pregnancy Rumour: দিওয়ালির পরই ভিকি-ক্যাটরিনার জীবনে আসবে প্রথম সন্তান? চর্চার মাঝে আরও কোন সত্যি প্রকাশ্যে? জেনে নিন বিস্তারিত।

Katrina Kaif Pregnancy Rumour: দিওয়ালির পরই ভিকি-ক্যাটরিনার জীবনে আসবে প্রথম সন্তান? চর্চার মাঝে আরও কোন সত্যি প্রকাশ্যে? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভিকি-ক্যাটের জীবনে গুড নিউজ?

Katrina Kaif baby: রূপোলি দুনিয়ার তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী সাধারণ মানুষ। পছন্দের তারকার প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট পেতে উদগ্রীব হয়ে থাকে ভক্তরা। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো ক্যাটরিনা কইফ নাকি অন্তঃসত্ত্বা। চলতি বছরের শেষেই ভূমিষ্ঠ হবে ভি-ক্যাটের প্রথম সন্তান। একাধিকবার এই গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে টিনসেলটাউন। লেটেস্ট গুঞ্জনেও সিলমোহর দেননি তাকা দম্পতি। তবে ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরেই দুই থেকে তিন হওয়ার প্রবল সম্ভবনা বলিউডের এই পাওয়ার কাপলের।

Advertisment

বিগত কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জনে সরগরম টিনসেলটাউন। তবে এই বিষয়ে দু'জনেই একেবারে স্পিকটি নট। এনডিটিভি সূত্রে খবর, সন্তানের জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেবেন। নিজের হাতে ছোট্ট সোনার যাবতীয় দায়িত্ব পালন করার বাসনা ভিকি ঘরনির। উল্লেখ্য, দীপিকা পাডুকোনও কিন্তু মাতৃত্বকালীন ছুটি একেবারে চেটেপুটে উপভোগ করছেন। দুয়ার প্রথম জন্মদিনে নিজের হাতে চকোলেট কেকও বানিয়েছেন বলিউডের মস্তানি। সন্তানের জন্য শুটিংয়ের শিফট টাইম নিয়েও বিতর্কে জড়িয়েছেন। তবুও মায়ের দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখতে নারাজ দীপিকা। 

Advertisment

আরও পড়ুন কিয়ারার পর মা হচ্ছেন ক্যাটরিনা! বছর শেষেই ভূমিষ্ঠ হবে ভিকির প্রথম সন্তান?

সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেলিব্রিটি কাপলের ছবিতে সদ্যোজাতর পায়ের ছাপের সঙ্গে লেখা, '২০২৫-এ আমাদের পরিবার দুই থেকে তিন হচ্ছে।'ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট শেয়ারও করা হয়েছে। এরপরই ভিকি-ক্যাটের জীবনে নতুন অতিথি আসার খবরে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। গত ৩০ জুলাই ভিকি ক্যাটরিনার একটি ভিডিও আরও একবার ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছিল। 

আলিবার্গে তারকা কাপলের একটি ভিডিও যেখানে ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা ক্যামেরাবন্দি হতেই জোড়াল হয়েছিল অন্তঃসত্ত্বার গুঞ্জন। ওভারসাইজের একটিটি শার্ট পরতেই ফের ক্যাটরিনা কইফের প্রেগন্যান্সি চর্চা তুঙ্গে। একাধিকবার এই গুঞ্জনের মাঝে ভিকি অভনীত 'ব্যাড নিউজ'-র প্রচারে অভিনেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেরাই সুখবর শেয়ার করবেন।

আরও পড়ুন জিমে আলিয়ার ট্রেনার ক্যাটরিনা! রণবীরের প্রাক্তন ও বর্তমানের একসঙ্গে ওয়ার্কআউট? ভিডিও ভাইরাল

Bollywood News Katrina Kaif and Vicky Kaushal