বছরের শুরুটা একসঙ্গে কাটাবেন ভিকি-ক্যাটরিনা!

এ বছর অমিতাভের দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। তারপর থেকে কানাঘুসো হতে থাকে ইন্ডাস্ট্রিতে। কিন্তু ভিকি কিংবা ক্যাটরিনা, কাউকেই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায়নি।

এ বছর অমিতাভের দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। তারপর থেকে কানাঘুসো হতে থাকে ইন্ডাস্ট্রিতে। কিন্তু ভিকি কিংবা ক্যাটরিনা, কাউকেই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

বলিপাড়ায় জোর গুঞ্জন পরস্পরকে ডেট করছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। যদিও প্রকাশ্যে কেউই স্বীকার করেননি একথা। এখন শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুটা একসঙ্গে কাটাবেন তারা। তবে কোথায়? তা অবশ্য স্পষ্ট জানা যায়নি। একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে তাদের। উপরন্তু জল্পনা হরলিন শেট্টির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ক্যাটের প্রতি দুর্বল হয়েছেন ভিকি।

Advertisment

এ বছর অমিতাভের দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। তারপর থেকে কানাঘুসো হতে থাকে ইন্ডাস্ট্রিতে। কিন্তু ভিকি কিংবা ক্যাটরিনা, কাউকেই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায়নি। বছরের শুরুতে একসঙ্গে ডিনার ডেটেও দেখা গিয়েছিল যুগলকে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

Advertisment

আরও পড়ুন, চোট সারিয়ে শুটিংয়ে ফিরলেন পরিণীতি

আরও পড়ুন, সলমনের গলায় ‘দাবাং থ্রি’-র নতুন গানে মাতোয়ারা নেটদুনিয়া

ভিকিকে শেষ দেখা গিয়েছে আদিত্য ধরের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিতে। এই ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। করণ জোহরের পরবর্তী পিরিয়ড ড্রামা তখত, হরর ছবি ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেট শিপ-এ দেখা যাবে তাঁকে।

ক্যাটরিনাকে দেখা যাবে রোহিত শেট্টির সূর্যবংশী ছবিতে, বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি একটি বিউটি লাইন লঞ্চ করেছেন ক্যাটরিনা কেবাইক্যাটরিনা।

bollywood katrina kaif