KIFF 2025 inauguration: ঋত্বিক ঘটকের শতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য, কলকাতা চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ কী জানেন?

KIFF 2025 inauguration: আসছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব! ৬ ডিসেম্বর ধনধান্য স্টেডিয়ামে হবে উদ্বোধন। ফোকাসে থাকছে পোল্যান্ড ও কিংবদন্তি ঋত্বিক ঘটকের শতবর্ষ। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে...

KIFF 2025 inauguration: আসছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব! ৬ ডিসেম্বর ধনধান্য স্টেডিয়ামে হবে উদ্বোধন। ফোকাসে থাকছে পোল্যান্ড ও কিংবদন্তি ঋত্বিক ঘটকের শতবর্ষ। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

এবছরের বিশেষ আয়োজন কী?

KIFF 2025 inauguration: শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। প্রতিবছরের মতো অনেক প্ল্যানিং করেই এবছরের এই উৎসব আয়োজন করা হয়েছে। ৭ দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা উপলক্ষেও বেশ কিছু বিষয়কে ধার্য করা হয়েছে। যেমন? এবছর ৩১ তম চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক দেখা গেল অনেককেই। 

Advertisment

এবারের আলোচনায় কোন কোন বিষয়? 

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে ৬ তারিখ, ধনধান্য স্টেডিয়ামে। এবং এবছরের যে দেশগুলিকে ফোকাসে রাখা রয়েছে, তাতে পোল্যান্ড অন্যতম। বেশ কিছু বিষয় নজরে রাখার মতো। এবছর কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘোষের শতবর্ষ, সেকারণে তাঁর সিনে মেকিং- কে উদযাপন করা হবে এবার। ঋত্বিক ঘটক বাংলা ছবিকে যে উচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন সেকথা অনেকেরই জানা। তাই, তাঁর বিশেষ কীর্তিকে যে সেলিব্রেট করা হবে, জানা যাচ্ছিল। 

স্বামী হারানোর পর কটূ কথা, সমাজের তির্যক চাহনি বদলে দিল অভিনেত্রীর জীবন

Advertisment

এছাড়াও এবছর গেস্ট অফ অনার কিংবা ডায়াসে কারা কারা থাকবেন সেই বিষয়ে তালিকা না মিললেও পরিচালক রমেশ সিপ্পি - যে ভারতীয় সিনেমার অন্যতম স্লটওয়ার্ট সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানাবেন সেকথা জানা যাচ্ছে। উদ্বোধনের দিন তারকা সমাগম থাকে দেখার মত। একদিকে, যেমন বাংলার নানা শিল্পীদের দেখা যায় স্টেজে, ঠিক সেরকমই বলিপাড়ার বেশ কিছু চেনা মুখ যেমন, মহেশ ভাট থেকে শত্রুঘ্ন সিনহা এদেরকেও দেখা যায়। শাহরুখ যদিও বা, এই অনুষ্ঠানের একসময় বিরাট আকর্ষণ ছিলেন, তবে গতবছর থেকে সেই ধাঁচ পাল্টেছে। ভাইজান, সলমন খানকে দেখা গিয়েছে গতবছর। 

উদ্বোধনী ছবি কী এবারের? 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর লেখা বাংলার অন্যতম ক্লাসিক কাল্ট ছবি সপ্তপদী থাকছে এবছরের উদ্বোধনী ছবি হিসেবে। পরিচালক অজয় কর এবং উত্তম সুচিত্রার এই ছবি সব প্রজন্মের কাছেই যেন বেশ পছন্দের। সেই ছবি দেখানো হবে। 

Today's Top 5 Entertainment News: কৌশানীর ট্রোলের জবাব-চিরঞ্জীবীর অশ্লীল ভিডিও ভাইরাল-আমিরের জন্য অভিনেত্রীর সন্তান সুখ, এক নজরে সেরা ৫

শতবর্ষে কারা? 

এবছর শুধু ঋত্বিক ঘটক নন বরং বেশ কিছু বাঙালি কিংবদন্তির শতবর্ষ উদযাপিত হবে। সেই তালিকায় নাম রয়েছে অনেকেরই। সন্তোষ দত্ত থেকে শুরু করে সলিল চৌধুরী এমনকি রাজ খোসলা। 

Kiff 2025 Entertainment News kolkata