/indian-express-bangla/media/media_files/2025/05/06/UYh2BZbssGsU2xTuilcc.jpg)
বেবি বাম্প আগলে মেট গালায় অভিষেক কিয়ারার
Kiara Advani Special Dress For Met Gala: নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মতো এবারেও আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট। এখানে অংশ নেন বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা। ২০২৫-এর মেট গালায় শাহরুখের পাশাপাশি অভিষেক ঘটল মম টু বি কিয়ারা আডবাণীরও। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চেই প্রথমবার বেবি বাম্প প্রদর্শন করলেন গ্ল্যাম ডিভা কিয়ারা।
আরও পড়ুন শাহরুখ যেন বাংলার বাঘ, সব্যসাচীর 'বাবুমশাই' সেজে হাঁটবেন মেট গালায়?
বডি হাগিং কালো পোশাকে ঠিকরে বেরচ্ছে 'মাম্মাস গ্লো'। একদিকে যেমন মেট গালার রেড কার্পেটে হেঁটে ইতিহাস তৈরি করেছেন শাহরুখ তো অন্যদিকে উড বি মাম্মি কিয়ারার ফ্যাশন সেন্সও সকলের নজর কেড়েছে। ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার স্পেশাল ডিজাইনার গাউনে গ্ল্যাম অবতারে মেট গালার রেড কার্পেটে মাত দিলেন সিদ্ধার্থ ঘরণী।
মেট গালার ফ্যাশন ইভেন্টে কিয়ারার আত্মপ্রকাশ শুধুই রেড কার্পেটে গ্ল্যাম অবতারে নিজেকে মেলে ধরা নয়, বরং মাতৃত্ব, নারীত্ব সেলিব্রেশনের এক অনন্য নজির। তাঁর পোশাকের নাম 'ব্রেভহার্টস'। কিয়ারার গাউনে ঘুঙরু আর ক্রিস্টালের সঙ্গে রয়েছে সোনার তৈরি ব্রেস্টপ্লেট।
আরও পড়ুন 'জীবনের সেরা উপহার...', দ্বিতীয় বিবাহবার্ষিকীর পরই সুখবর, দুই থেকে তিন হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা
মম বি কিয়ারার জন্য 'ইউনিক' পোশাক ডিজাইন করেছেন পোশারশিল্পী গৌরব গুপ্তা। যেখানে বেবি বাম্পের উপর মা ও সন্তানের হৃদয়ের মেলববন্ধন ঘটিয়েছেন এই পোশাক শিল্পী। যা সকলের নজর কেড়েছে। সন্তানের সঙ্গে মায়ের নারীর টান যেন এবারের মেট গালার রেড কার্পেটের নজিরবাহিনী মুহূর্ত হিসেবে সকলের মনে রয়ে যাবে।
চলতি বছরে মেট গালার থিম 'সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল' যার সঙ্গে রয়েছে 'টেইলর্ড ফর ইউ' ড্রেস কোড। এই থিমটি 'ব্ল্যাক স্টাইল'-কে উদযাপন করে। বিশেষ করে কালো রঙের সৌন্দর্য-শৌখিনতা ও পুরুষদের পোশাক সেলাইয়ের ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যের উপর আলোকপাত করে। উল্লেখ্য, কিয়ারা আডবানির মেট গালা লুক কিংবদন্তি ফ্যাশন সম্পাদক এবং কৃষ্ণাঙ্গ আইকন প্রয়াত আন্দ্রে লিওন ট্যালির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।
আরও পড়ুন সব্যসাচীর পোশাকে শাহরুখ 'বাংলার বাঘ', মেট গালায় ইতিহাস সৃষ্টি কিং খানের