Kishore Kumar-Ruma Guhathakurata: বলিউড ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী গায়ক-অভিনেতাদের মধ্যে কিশোর কুমারের নাম সবার আগে আসে। তাঁর কণ্ঠে জীবন্ত হয়ে ওঠা একের পর এক কালজয়ী গান আজও শ্রোতাদের মনে গেঁথে আছে। কিন্তু তারকাখ্যাতির উজ্জ্বল আলোয় ঢাকা পড়ে যায় তাঁর জীবনের জটিল অধ্যায়গুলো। বিশেষ করে তাঁর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাঁকে যে ধরণের সময় দেখিয়েছিল, তা শব্দে প্রকাশ করা সম্ভব না। কিশোর কুমার জীবনে চারবার বিয়ে করেছিলেন, যার প্রথম স্ত্রী ছিলেন বিশিষ্ট বাঙালি গায়িকা এবং অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। তাঁদের একমাত্র পুত্র অমিত কুমার নিজেও সংগীত জগতে সুনাম অর্জন করেছেন।
সম্প্রতি রেডিও সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত কুমার তাঁর বাবা-মায়ের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য শেয়ার করেন। তিনি বলেন, "আমার মা ছিলেন এক অসাধারণ গুণসম্পন্ন শিল্পী এবং অত্যন্ত বিদুষী পরিবার থেকে আসা একজন গায়িকা। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ে যুক্ত ছিলেন এবং বম্বে টকিজের মতো বড় প্রোডাকশনে কাজ করেছিলেন।" তারপরেও কিশোর কুমার তাঁকে গান ছাড়তে বলেছিলেন? কিন্তু কেন?
Mamata Shankar: 'মিঠুনের সঙ্গে ঝগড়া হয়ে গেল..' রিয়ালিটি শোয়ে কিছুই …
রুমা গুহ ঠাকুরতার গায়কদল ‘বম্বে ইয়ুথ কোয়ার’-কে উল্লেখ করে অমিত জানান, "এই দলে ছিলেন সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, মান্না দে, মুকেশ, প্রেম ধাওয়ান। মা ছাড়া সলিল বাবু ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। আর আমার মা, সেই যুগের একজন প্রধান সংগীতশিল্পী ছিলেন।" অমিত কুমার স্মৃতিচারণ করে বলেন, "আমার বাবা তখনও স্ট্রাগল করছেন। তিনি দেব আনন্দের সঙ্গে সময় কাটাতেন, এবং সেখান থেকেই মা ও বাবার প্রথম পরিচয়। একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। তবে বিয়ের কিছু বছর পর মতাদর্শগত পার্থক্য থেকেই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে।"
Producer Tragic Death: সিনেমা মুক্তির আগেই অকাল প্রয়াণ! পুরস্কারপ্রাপ্ত…
তিনি আরও যোগ করেন, "বাবা চাইতেন মা ঘরে থাকুন, সংসার সামলান, আর তিনিই হোন উপার্জনের একমাত্র উৎস। কিন্তু মা নিজের স্বাধীন সত্তাকে ধরে রাখতে চেয়েছিলেন। সেই জায়গাতেই দ্বন্দ্বের সূচনা হয়। তাঁরা দুজনেই ছিলেন দৃঢ়চেতা শিল্পী, ফলে অশান্তি লেগেই থাকত।" দাম্পত্যের সাত বছরের মাথায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর কিশোর কুমার তাঁর কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছান। একাধারে গায়ক, অভিনেতা ও পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে রুমা গুহ ঠাকুরতা তাঁর নিজস্ব পথ ধরে এগিয়ে যান।"