Advertisment
Presenting Partner
Desktop GIF

অক্টোবর জমজমাট! বাংলা ও হিন্দি ৯টি ছবি, এক নজরে

October release movies: বলিউড ও টলিউড মিলিয়ে অনেক বড় ব্যানারের ছবির মুক্তি রয়েছে এ মাসে। হৃতিক -টাইগারের অ্যাকশন-প্যাক্ট ছবি থেকে কোয়েলের 'মিতিনমাসি' অথবা প্রিয়াঙ্কা চোপড়ার 'দ্য স্কাই ইজ পিঙ্ক', রইল তালিকা এক নজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Koel Mallick in Mitin Mashi and Taapsee Pannu in Saand Ki Aankh

বাঁদিকে 'মিতিনমাসি' ছবিতে কোয়েল মল্লিক এবং ডানদিকে 'ষান্ড কি আঁখ' ছবিতে তাপসী পন্নু। ছবি: সোশাল মিডিয়া থেকে

Hindi and Bengali movies releasing in October: অক্টোবর হল বাঙালির পুজোর মাস আর সারা ভারতে নবরাত্রি ও দীপাবলির উৎসবের মাস। তাই বাংলায় ২ অক্টোবর কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চারটি ছবি একসঙ্গে মুক্তি পেতে চলেছে শারদোৎসবের কথা মাথায় রেখে। তেমনই বলিউডেও সুপারস্টারদের একগুচ্ছ ছবি রয়েছে মুক্তির প্রতীক্ষায়। ছবিগুলির নামধাম ও মুক্তির দিনক্ষণ রইল এক নজরে--

Advertisment

ওয়ার

হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত এই অ্যাকশন-সমৃদ্ধ ছবিটি মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রধান নারী চরিত্রটি করছেন বাণী কাপুর। ট্রেলার লঞ্চ থেকেই বলিউড দর্শকের নজর এই ছবির দিকে। ছবির গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।

গুমনামী

২ অক্টোবর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত গুমনামী। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি এই ছবি নিয়ে বহু বিতর্ক হয়েছে। তবে বাংলার দর্শক এই ছবিটির জন্য বেশ অধীর হয়েই অপেক্ষা করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী।

আরও পড়ুন: ‘মরদানি টু’-তে আরও ক্ষুরধার রানি, মুক্তি পেল টিজার

মিতিনমাসি

সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে এই প্রথম বড়পর্দায় প্রাণ পাবে সাম্প্রতিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিন। নাম ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। ছবির ট্রেলার ইতিমধ্যেই অত্যন্ত সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। তবে সাহিত্যের মিতিনের সঙ্গে ছবির মিতিনের বেশ খানিকটা পার্থক্য রয়েছে। সেটা যাঁরা গল্পটি পড়েছেন তাঁরা ছবিটি দেখলেই বুঝবেন। ছবিটি মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। এক ঝলকে ছবির ট্রেলার--

পাসওয়ার্ড

দেব প্রযোজিত এবং অভিনীত পাসওয়ার্ড নিয়ে বাংলার দর্শকের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। প্রথমত ছবিটি সাইবার সিকিউরিটি নিয়ে, দ্বিতীয়ত, ছবিতে রয়েছে স্টারকাস্ট-- পাওলি দাম, দেব, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় ও আদ্রিত রায়। এছাড়া বিশেষ একটি চরিত্রে রয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা তৃণা সাহা। এই ছবিটিও মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর।

আরও পড়ুন: মা হতে চলেছেন কল্কি, জানালেন তাঁর বয়ফ্রেন্ডের কথা

সত্যান্বেষী ব্যোমকেশ

নতুন এই ব্যোমকেশ ছবিটি নিয়েও দর্শক বেশ উৎসুক কারণ এই প্রথমবার ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর অজিতের ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল এবং প্রযোজক শ্যামসুন্দর দে। এই ছবিটিও মুক্তি পাবে ২ অক্টোবর। দেখে নিতে পারেন ছবির ট্রেলার নীচের লিঙ্কে ক্লি করে--

দ্য স্কাই ইজ পিঙ্ক

আগামী ১১ অক্টোবর মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত সরাফ অভিনীত এই ছবি। সোনালি বসু পরিচালিত এই ছবির অন্যতম প্রযোজক প্রিয়াঙ্কা নিজেই। পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে মাত্র ১৮ বছর বয়সেই মারা যান মোটিভেশনাল স্পিকার আইশা চৌধুরি। তাঁর বাবা-মা, অদিতি ও নীরেন চৌধুরির জীবন নিয়েই নির্মিত 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। টরন্টো আন্তর্জাতিক ফিল্মোৎসবে স্ক্রিনিংয়ের পরে ৪ মিনিট স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয় ছবিটিকে। দেখে নিতে পারেন ছবির ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--

লাল কাপ্তান

এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন সইফ আলি খান। চরিত্রটি একজন নাগা সাধু কিন্তু চরিত্রের যে লুকটি সামনে এসেছে তার সঙ্গে 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর লুকের প্রচুর মিল। ছবির যে টিজারটি সামনে এসেছে, তা দেখে ছবির প্রেক্ষাপটটি বোঝা গিয়েছে-- স্বাধীনতার আগের ভারত। বাকিটা বোঝা যাবে আগামী ১৮ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার পরে।

আরও পড়ুন: প্রেম কাহিনি, সম্পর্কের নয়া সমীকরণে ‘ঘরে বাইরে আজ’

ষান্ড কি আঁখ

এই ছবিটি নিয়ে দর্শকের উৎসাহ যে বিপুল সেটা ছবির ট্রেলারের ভিউ দেখলেই বোঝা যায়। অনুরাগ কাশ্যপ প্রযোজিত এবং তুষার হিরানন্দনি পরিচালিত এই ছবির ট্রেলারের ভিউ ৮ দিনেই ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। তাপসী পন্নু ও ভূমি পেডনেকর অভিনীত এই ছবিটি পৃথিবীর সবচেয়ে বর্ষীয়ান দুই শার্পশুটার, চন্দ্র ও প্রকাশি তোমরের জীবন অবলম্বনে নির্মিত। এঁদের বলা হয় শুটারদাদি। ষাট পেরিয়ে এঁরা পেশাদার শুটিংয়ে আসেন এবং আন্তর্জাতিক স্তরেও পরিচিত হন। দেশি-বিদেশি প্রতিযোগিতা মিলিয়ে দুজনেই মোট ৩৫২টি মেডেল পেয়েছেন। এই ছবিটি আসছে দীপাবলিতে, ২৫ অক্টোবর। দেখে নিতে পারেন ছবির ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--

মেড ইন চায়না

রাজকুমার রাও অভিনীত এই ছবির ট্রেলার সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। ছবিটি স্টার্ট-আপ ব্যবসা নিয়ে। চিন থেকে ভায়াগ্রা নিয়ে এসে ভারতে ব্যবসা শুরু করে এক তরুণ এবং রাতারাতি মালামাল হয়ে যায়। ছবিটি স্যাটায়ার-ধর্মী এবং বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে-- বোমান ইরানি, পরেশ রাওয়াল ও বিজয় রাজ। এছাড়া প্রধান নারী চরিত্রে রয়েছেন মৌনী রায়। এই ছবিটিও মুক্তি পেতে চলেছে ২৫ অক্টোবর।

tiger shroff prosenjit chatterjee Hrithik Roshan Dev rajkumar rao bollywood movie priyanka chopra srijit mukherjee parambarata chatterjee bengali films Srijit Mukherji koel mallick
Advertisment