Actress Begged For Food : ভিক্ষা করে দিন গুজরান! পরিচারিকা থেকে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী, কষ্টের কাহিনি শুনলে চোখে জল আসবে

Bollywood Actress Stuggle Life: পদ্মশ্রীপ্রাপ্ত বলিউড অভিনেত্রী একটা সময় পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারিত হয়েছেন। ফুটপাতে শুতেন, ভিক্ষা করে দিন কাটিয়েছেন! সেই কাহিনি শুনলে হাউহাউ করে কাদবেন।

Bollywood Actress Stuggle Life: পদ্মশ্রীপ্রাপ্ত বলিউড অভিনেত্রী একটা সময় পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারিত হয়েছেন। ফুটপাতে শুতেন, ভিক্ষা করে দিন কাটিয়েছেন! সেই কাহিনি শুনলে হাউহাউ করে কাদবেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ভিক্ষা করে কেন দিন গুজরান পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রীর?

ভিক্ষা করে কেন দিন গুজরান পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রীর?

Padma Shri winner Bollywood Actress: রুপোলি দুনিয়ার চাকচিক্যের অন্তরালে থাকে প্রতিষ্ঠিত নায়ক-নায়িকাদের জীবনের অনেক অজানা কাহিনি। যা শুনলে হয়তো চোখে জল এসে যাবে। বলিউড ইন্ডাস্ট্রিতেও রয়েছে এমন অনেক দৃষ্টান্তয যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মনে মনে ভাববেন, সিলভার স্ক্রিনের এই দাপুটে তারকার জীবন এত দুর্বিসহ ছিল! হিন্দি সিনেমার স্বর্ণযুগের সেইরকমই এক অভিনেত্রীর জীবনের করুণ কাহিনি রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পাতায়। অভিনয়ে আত্মপ্রকাশের আগে লোকের বাড়িতে ঘর পরিষ্কার-বাসন মাজার কাজ করতেন। কিন্তু, ফিল্মি দুনিয়ায় পা রাখতেই রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। কিন্তু, পুনরায় হতাশা গ্রাস করে ব্যক্তিগত জীবনকে। স্বামী সংসার ছেড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। কিন্তু, একটা সময় সর্বস্ব খুইয়ে পথের ভিখাড়ি হয়ে খিদের জ্বালা মিটিয়েছেন। 

Advertisment

মাত্র ১৯ বছরে বিয়ে করা সেই অভিনেত্রীর ন'বছর কেটেছে মাদার টেরিজার আশ্রমে। উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরে বেড়াতেন, কখনও আবার ফুটপাতেই শুয়ে দিন কাটত তাঁর। অথচ সেই অভিনেত্রীর ঝুলিতে ছিল ১০০ টির বেশি ছবি। যার বেশির ভাগই বক্স অফিসে দারুণ সফল। অভিনয় দুনিয়ার সঙ্গে কোনওরকম রূপ্রপরিচিতি ছিল না। নিজস্ব প্রতিভার জেরে দর্শকের মনে ছাপ ফেলেছিলেন। কে তিনি? শশীকলা শেহগল। সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। হিন্দি সিনেমায় অনবদ্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারেরও সম্মানিত হয়েছিলেন। মাত্র ১১ বছর বয়সে অভিনয়ে অভিষেক। সেই যুগের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু, ব্যক্তিগত জীবনে যে ঝড় বয়ে গিয়েছিল তা শুনলে চোখে জল চলে আসবে। 

শশীকলার ছয় ভাই-বোন ছিল। বাবা ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসায় যখন খরা দেখা দিল তখন সবকিছু ছেড়ে মুম্বই চলে আসেন। কিন্তু, সেখানে থাকার মতো বাড়ি বা টাকা-পয়সা কোনওটাই ছিল না। তখন পরিবারের স্বার্থে পরিচারিকার কাজে যোগ দেন। তখনই অনেকে তাঁর রূপে মুগ্ধ হয়ে বলেছিলেন, এত সুন্দর দেখতে সিনেমায় কেন ট্রাই করেন না? তখন নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার নতুন লড়াই শুরু হয়। মাত্র ১৯ বছর বয়সে OP Sehgal-এর সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েকদিন পরই স্বামীর ব্যবসায় ভাটা দেখা যায়। অন্যদিকে শশীকলার আয়ও খুব একটা বেশি নয়। অভাব অনটনের মধ্যে দিয়েই সংসার চালান দুজনে। 

আরও পড়ুন: 'শনিবারই জানতে পারলাম...', মা-মেয়ের সঙ্গে সেলফি তুলে রবিবাসরীয় ছুটির দিনে চরম দুঃসংবাদ দিলেন কন্যাকুমারী

Advertisment

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, একটা সময় পরিস্থিতি জটিল হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তাঁদের দুই সন্তানও মা-বাবার জন্য চিন্তিত হয়ে পড়েন। সেই সময় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান অভিনেত্রী। স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে বিদেশে চলে যান। কিন্তু, দ্বিতীয় সম্পর্কেও সুখী হননি। তাঁকে নাকি অত্যাচার করতেন। কোনওক্রমে পালিয়ে দেশে ফিরে আসলে পরিবার তাঁকে আর গ্রহণ করেনি। অগত্যা খোলা আকাশের নীচের ফুটপাতই হয়ে ওঠে তাঁর ঠিকানা। অনেকসময় আশ্রমেও কাটিয়েছেন। ভিক্ষা করে বা যে যা দিতেন সেই দিয়েই কোনওক্রমে পেট চলত। শশীকলার জিবনের সেই কঠিন সময় পাশে ছিলেন মাদার টেরেজা। তাঁর আশ্রমে থেকে কাজ করতেন। ২০২১-এর ৪ এপ্রিল ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: 'এটা কত নম্বর প্রেমিক'? সম্পর্কের ভাঙা-গড়ার নিয়ে খোঁচা, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

bollywood movie Bollywood News bollywood actress Padma Shri Shashikala Saigal