Sreelekha Mitra: শ্রীলেখার বিড়াল গায়েব, বাজির প্রতিবাদের মাসুল?

Sreelekha Mitra: শ্রীলেখা মিত্র, সমাজ মাধ্যমে ভীষণ সক্রিয়। শুধু তাই না, যেভাবে তাকে নানান ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়, এতদিনে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছেন এবং মানসিকভাবে বিধ্বস্ত। প্রথমে, পথের কুকুরদের খাবার খাওয়ানোকে..

Sreelekha Mitra: শ্রীলেখা মিত্র, সমাজ মাধ্যমে ভীষণ সক্রিয়। শুধু তাই না, যেভাবে তাকে নানান ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়, এতদিনে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছেন এবং মানসিকভাবে বিধ্বস্ত। প্রথমে, পথের কুকুরদের খাবার খাওয়ানোকে..

author-image
Anurupa Chakraborty
New Update
sreelekha mitra durga puja

Sreelekha Mitra: কী বলছেন শ্রীলেখা?

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে নেমে এসেছে আবারও গণ্ডগোল। তিনি যে বসত বাড়িতে বাস করেন, সেখানে তাঁকে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই নিয়ে নানা ধরনের বক্তব্য রেখেছেন। তাঁর ফ্ল্যাটে একের পর এক, দিনের পর দিন, যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, আজও একবার তিনি সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করেছেন সমাজের মাধ্যমে। 

Advertisment

শ্রীলেখা মিত্র, সমাজ মাধ্যমে ভীষণ সক্রিয়। শুধু তাই না, যেভাবে তাকে নানান ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়, এতদিনে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছেন এবং মানসিকভাবে বিধ্বস্ত। প্রথমে,  পথের কুকুরদের খাবার খাওয়ানোকে অপরাধ হিসেবে দাগিয়ে দেওয়া হয়। শ্রীলেখা মিত্র, নিজেই জানিয়েছিলেন সারমেয়দের, খাওয়ান বলে তাকে নানা ধরনের কটু কথা শুনতে হয়। এরপরে আসে শ্রীলেখা মিত্র নামে, ভয়ংকর সব ব্যানার টাঙ্গানো। তাঁর বাড়ির সামনেই তাকে বয়কট করার আহ্বান জানানো হয়। দিনের পর দিন লাগাতার অত্যাচারে তারা মানসিক রক্তক্ষরণ হচ্ছে।

Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল.. 

Advertisment

এপ্রসঙ্গে শ্রীলেখা আগে সমাজ মাধ্যমে লিখেছিলেন। তবে, কিছুদিন আগে দীপাবলি উপলক্ষে তার ফ্ল্যাটের নিচে যেভাবে অবৈধ বাজে বিক্রি করা হচ্ছিল, সেই দেখে তিনি চুপ থাকতে পারেননি। বরং, সোজাসুজি তিনি পুলিশে ফোন করেন, লালবাজার থেকে পুলিশ গেলে সেই সময় তাকে কি সহ্য করতে হয়, সেসব লাইফ করে দেখান। ফেসিলিটি ম্যানেজার জানিয়ে দিয়েছিলেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করতে তারা চান না। বন্ধ প্রেমেসিস এর মধ্যে এভাবে অবৈধ বাজে বিক্রয় এবং বাজি ফাটানো যে সকলের প্রাণঘাতই হতে পারে সে কথাই জানিয়েছিলেন অভিনেত্রী। 

সে প্রতিবাদ করেছিলেন বলেই আজকে আবারো একবার হিংস্থা হতে হচ্ছে তাকে। শ্রীলেখা সমাজ মাধ্যমে ছবি পোস্ট করি জানালেন, দিনের পর দিন তার বাড়ির বাইরে যে গার্বেজ তিনি রাখতেন, সেগুলো তোলা হচ্ছে না। ফলে নোংরা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সিকিউরিটিদের কে জানিয়ে দেওয়া হয়েছে,  শ্রীলেখা মিত্রের বাড়ির আবর্জনা তোলা হবে না। অভিনেত্রী সেই প্রসঙ্গে প্রতিবাদ করে সমাজের মাধ্যমে লিখছেন, সেদিনের রাতে বাজে বিক্রি আটকানো, বাচ্চা বুড়ো সকলকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর প্রতিদান আজ এই। বিগত এক সপ্তাহ ধরে, বাড়ির বাইরে থেকে আবর্জনা তোলা হচ্ছে না। কমিউনিটি এবং থানায় জানানো হয়েছে। আমি একা থাকি। আমি এখানে সেফ ফিল করছি না। এমনকি আমাকে সিসিটিভি পর্যন্ত বসাতে দিচ্ছে না। 

The Family Man 3: আবারও গুপ্তচরের প্রত্যাবর্তন? দীর্ঘ অপেক্ষার অবসান শেষে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’!

তারই পোস্ট দেখে শ্রীলেখা মিত্রের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল। অভিনেত্রীর গলা শুনেই বোঝা যাচ্ছিল, যথেষ্ট ট্রমায় আছেন তিনি। হন্তদন্ত হয়ে কোথায় ছুটছেন? কাঁদো কাদো গলায় অভিনেত্রী বললেন, "এ সমস্ত সমস্যার মাঝে আমার বিড়ালটা কোথায় চলে গেছে আমি খুজে পাচ্ছি না। আমি এখন ওকেই খুঁজে বেড়াচ্ছি।" 

Entertainment News Today Sreelekha Mitra Entertainment News