The Family Man 3: আবারও গুপ্তচরের প্রত্যাবর্তন? দীর্ঘ অপেক্ষার অবসান শেষে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’!

The Family Man 3: মঙ্গলবার সিরিজের নির্মাতারা মুক্তির তারিখ জানাতে একটি মজার ভিডিও শেয়ার করেন। ভিডিওটির শুরুতে দেখা যায়, প্রিয়মণি গত চার বছরে তাদের পরিবারের নানা ঘটনার কথা বলছেন- মেয়ের কলেজে ভর্তি হওয়া...

The Family Man 3: মঙ্গলবার সিরিজের নির্মাতারা মুক্তির তারিখ জানাতে একটি মজার ভিডিও শেয়ার করেন। ভিডিওটির শুরুতে দেখা যায়, প্রিয়মণি গত চার বছরে তাদের পরিবারের নানা ঘটনার কথা বলছেন- মেয়ের কলেজে ভর্তি হওয়া...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
manoj

আসছে নতুন সিরিজ...

The Family Man 3: অবশেষে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল! জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। মনোজ বাজপেয়ী আবারও ফিরছেন তাঁর আইকনিক চরিত্র শ্রীকান্ত তিওয়ারি হিসেবে। ফের একবার টেনে নিয়ে যাবেন, বিপদ এবং রোমাঞ্চে ভরপুর এক জগতে। ঘোষণাটিও এসেছে একদম মনোজ-স্টাইলে— তিনি গুনগুন করে বললেন, “আ রাহা হুঁ ম্যাঁ।”

Advertisment

মঙ্গলবার সিরিজের নির্মাতারা মুক্তির তারিখ জানাতে একটি মজার ভিডিও শেয়ার করেন। ভিডিওটির শুরুতে দেখা যায়, প্রিয়মণি গত চার বছরে তাদের পরিবারের নানা ঘটনার কথা বলছেন- মেয়ের কলেজে ভর্তি হওয়া, ছেলের ব্যালে শেখা ইত্যাদি। এরপর হাস্যরসের সঙ্গে তিনি যোগ করেন, "ঈশ্বরকে ধন্যবাদ, কিছু তো ভাল করলেন।... আর আমাদের প্রিয় তিওয়ারি জি চার বছর ধরে একটাই কাজ নিয়ে ব্যস্ত!”

Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল..

Advertisment

তারপরই মনোজ বাজপেয়ী স্ক্রিনে হাজির হন, আবারও তাঁর প্রিয় চরিত্রের মেজাজে। একেকটা দৃশ্যে তাঁকে দেখা যায় নানাভাবে। কখনও দন্তচিকিৎসকের চেয়ারে বসে, কখনও রান্নাঘরে, কখনও সহকর্মী জে কে তালপাড়ে (শরীব হাশমি)-এর সঙ্গে খাবার খেতে খেতে-আর সব জায়গাতেই তাঁর মুখে একই সুর: “আআআ…”। শেষে ভিডিওটির ক্লাইম্যাক্সে মনোজ বলেন,  “আ রাহা হুঁ…” (আমি আসছি)। এবং সঙ্গে সঙ্গেই প্রকাশিত হয় বহু প্রতীক্ষিত খবর- ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর ২০২৫-এ।

Rajinikanth-Dhanush Bomb Threat: ভয়ঙ্কর আতঙ্কে রজনীকান্ত! কী এমন ঘটল তাঁর বাড়িতে? ভয়ে কাঁপছেন ধনুশ-ও

উল্লেখ্য, এই জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২১ সালে, যা দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিল। এখন তৃতীয় সিজন নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। কোনদিকে মোড় নেয় তা, সেটাই আলোচ্য বিষয়। 

manoj bajpai Entertainment News Entertainment News Today