Advertisment
Presenting Partner
Desktop GIF

''বিগ বস-এর কথা মনে পড়ছিল'', শর্টফিল্ম 'হাত' প্রসঙ্গে কনীনিকা

লকডাউনে বাড়ির সমস্ত কাজ সেরে, চিত্রনাট্য লিখে, তিনটে চরিত্রে অভিনয় করে তৈরি করে ফেলেছেন আস্ত একটা ছোট ছবি। গতকালই মুক্তি পেয়েছে কনীনিকার 'হাত'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়। ফোটো- ফেসবুক

লকডাউনে বাড়ির সমস্ত কাজ সেরে, চিত্রনাট্য লিখে, তিনটে চরিত্রে অভিনয় করে তৈরি করে ফেলেছেন আস্ত একটা ছোট ছবি। গতকালই মুক্তি পেয়েছে কনীনিকার 'হাত'।

Advertisment

কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''কবে সমস্ত পরিস্থিতি ঠিক হবে জানি না। ক্রিয়েটিভিটির জায়গাটা হারিয়ে যাচ্ছে। সুরজিৎ-ও বলছিল কিছু কর। হঠাৎ করেই গল্পটা মাথায় এল, লিখে ফেললাম।''

একদিন মেয়েকে ঘুম পাড়িয়ে তিন ঘন্টায় শুটিং শেষ করেছেন কনীনিকা। অভিনেত্রী বললেন, ''আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি (হাসি)। কিয়াকে ঘুম পাড়িয়ে কারণ তিন-চারঘন্টায় পুরোটা চেঞ্জ করে মেকআপ করে তিনটে চরিত্র করতে হয়েছে। কিন্তু হয়েও গেল।''

আরও পড়ুন, লকডাউনেই আসছে প্রিয়াঙ্কা-মৈনাকের থ্রিলার ‘নীলাঞ্জনা’

ছবিতে শাশুড়ি, বৌমা ও পরিচারিকা এই তিন ভূমিকাতেই দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। হাত-এর পুরো শুটিংটা করেছেন সুরজিৎ হরি। সম্পাদনা ও আবহ তৈরির দায়িত্ব নিয়েছিলেন কৃষ্ণেন্দু দত্ত।

কনীনিকা আরও বলেন, ''বিগ বসের সময়টা মনে পড়ছিল। ওখানে প্রচুর নাটক, নৃত্যনাট্য করেছি। সুরজিৎ ক্যামেরা করল। এক বন্ধু রয়েছে সে সম্পাদনা ও ব্যাকগ্রাউন্ড করে দিল। ব্যস।''

publive-image ছবির একটি চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ফোটো- কনীনিকা

আরও পড়ুন, লকডাউনে অপরাজিতার উপলব্ধি ‘শামুক’

তবে এখানেই শেষ নয়, আরও দুটো ছবি তৈরির ইচ্ছে রয়েছে অভিনেত্রীর। লেখাও হয়ে গেছে। এখন শুধু সময় বার করে শুটিংয়ের অপেক্ষা। অভিনেত্রীর কথায়, ''দেখি কবে কাজ সামলে শুট করতে পারি।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

short story Lockdown koneenica banerjee
Advertisment