Bengali Television TRP result: শ্যামা মেয়ের গল্প, 'কৃষ্ণকলি'-র জয়জয়কার অব্যাহত এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকায়। এই সপ্তাহেও জি বাংলা-র এই ধারাবাহিক রয়েছে প্রথম স্থানে ১০.৫ রেটিং নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে
'ত্রিনয়নী' ৮.৩। মাঝে কিছু সপ্তাহ এই ধারাবাহিকটি পিছিয়ে পড়েছিল টিআরপি তালিকায়। আবারও ফিরল প্রিমনিশনের এই কাহিনি। তৃতীয় স্থানে এই সপ্তাহে যুগ্মভাবে রয়েছে 'জয় বাবা লোকনাথ' ও 'বকুলকথা' ৭.৮ রেটিং নিয়ে। চতুর্থ স্থানে এই সপ্তাহে রয়েছে সেই প্রিয় পিরিয়ড ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি' (৭.৫)। পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৬.৮)।
এই সপ্তাহের সেরা দশ তালিকা থেকে বাদ পড়েছে 'দেবী চৌধুরাণী'। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি শুরু হলেও উপন্যাসের গল্পটি শেষ হয়ে গিয়েছে অনেকদিন হল। এখন যে গল্পটি দর্শক দেখছেন, সেটিকে অনেকটা বঙ্কিমী উপন্যাসের ফ্যান ফিকশন সিকোয়েল বলা যায়। তবে সেই সিকোয়েলটিও বেশ ভালভাবেই উপস্থাপনা করতে চেষ্টা করছেন নির্মাতারা। সবচেয়ে বড় কথা, এতে দর্শকের প্রচ্ছন্ন প্রশ্রয়ও রয়েছে। আশা করা যায় অচিরেই আবারও সেরা দশে ফিরবে এই ধারাবাহিক।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল হুমকি দিচ্ছে, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী রূপাঞ্জনার
সেরা দশে এই সপ্তাহেও রয়েছে নেতাজি, কে আপন কে পর, রানু পেল লটারি। তাছাড়া ফিরেছে জয়ী। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'নেতাজি' (৬.৬)
সপ্তম-- 'রানু পেল লটারি' ও 'সৌদামিনীর সংসার' (৫.৪)
অষ্টম-- 'কে আপন কে পর' (৫.২)
নবম-- 'জয়ী' (৪.৯)
দশম-- 'ফাগুন বউ' (৪.৮)
আরও পড়ুন: রাতের শহরে ফের হেনস্থা, থানায় অভিযোগ অভিনেতার
স্টার জলসার সেরা পাঁচে এই সপ্তাহে এসেছে শ্রীময়ী এবং প্রথম সপ্তাহেই ভাল রেটিং রেখেছে উইকএন্ড সিরিজ অলৌকিক না লৌকিক। এবারের সেরা পাঁচে বাদ পড়েছে বিজয়িনী ও কলের বউ। দেবী চৌধুরাণী সামগ্রিক সেরা দশে স্থান করে নিতে পারলেও স্টার জলসা সেরা পাঁচে রয়েছে। নীচে রইল সেরা পাঁচের তালিকা--
প্রথম-- 'কে আপন কে পর' (৫.২)
দ্বিতীয়-- 'ফাগুন বউ' (৪.৮)
তৃতীয়-- 'শ্রীময়ী' (৪.৫)
চতুর্থ-- 'দেবী চৌধুরাণী'/ 'অলৌকিক না লৌকিক' (৪.৪)
পঞ্চম-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.২)