Kunal Ghosh-Dev: 'দেব বিরোধী কুণাল ঘোষ'? 'রঘু ডাকাত' মুক্তির আগে রাণা সরকার-কুণাল ঘোষের বিবাদ তুঙ্গে

Kunal Ghosh-Rana Sarkar: সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রাণা সরকার ও রাজনীতিবিদ-অভিনেতার তুমুল বচসা। একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ। নেপথ্যে কেন দেবের রঘু ডাকাত?

Kunal Ghosh-Rana Sarkar: সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রাণা সরকার ও রাজনীতিবিদ-অভিনেতার তুমুল বচসা। একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ। নেপথ্যে কেন দেবের রঘু ডাকাত?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দেবকে নিয়ে রাণা-কুণালের বিবাদ

Kunal Ghosh-Raghu Dakat: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় বহু প্রতিক্ষীত মুভি রঘু ডাকাত। মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবি মুক্তি পাবে দুর্গাপুজোয়। তার আগে জোর কদমে চলছে সিনেমার প্রচার। বেঙ্গল ট্যুরের মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে রঘু ডাকাতের প্রচারে ব্যস্ত সিনেমার কলাকুশলীরা। বেঙ্গল ট্যুরের মাধ্যমে টিম রঘু ডাকাতের এই প্রচারকৌশলে মুগ্ধ দেবভক্তরা। এর মাঝেই ছন্দপতন। আচমকা রঘু ডাকাত-এর অভিনেত্রী সোহিনী সরকারকে খোঁচা। আরজি কর ইস্যু টেনে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-রাজনীতিবিদ কুণাল ঘোষের কটাক্ষ। সন্তানের জন্ম-মা হওয়া প্রসঙ্গে সেই সময় সদ্য বিবাহিতা সোহিনী বলেছিলেন, এই বাংলা তাঁর সন্তানের জন্য নিরাপদ নয়। তাই মা হতে ভয় পান। সেই প্রসঙ্গ টেনেই কুণালের খোঁচা, 'বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়।' সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রাণা সরকার-অভিনেতা রাজনীতিবিদ কুণাল ঘোষের দ্বন্দ তুঙ্গে।

Advertisment

কুণালের মন্তব্যের পালটা আক্রমণ প্রযোজক রাণা সরকারের। 'দেব বিরোধী কেন কুনাল ঘোষ ? রঘু ডাকাতের পেছনে লাগছে কেন কুনাল ঘোষ?' সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রযোজকের। বাংলা সিনেমা নিয়ে এখন এত কথা কেন বলেন কুণাল ঘোষ? তাঁর পেছনে টলিউডের কোন প্রোডাকশন হাউস? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কুনাল ঘোষের ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে কথা বলা কোনও দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্ট্রাটেজি? ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হিসেবে না একজন সাধারণ রাজনৈতিক সচেতন বাঙালি হিসেবে প্রশ্ন রাণা সরকারের। প্রত্যুত্তরে কী বললেন কুণাল ঘোষ? 

Advertisment

আরও পড়ুন 'রক্তবীজ ২' মুক্তির আগে ইডির দফতরে অঙ্কুশ-মিমি, ছবির উপর কোনও প্রভাব পড়বে? মুখ খুললেন পরিচালক নন্দিতা

সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়। তাই রাণা সরকারের মন্তব্য মোটেই এড়িয়ে যায়নি। এক্স হ্যান্ডেলে কুণাল কড়া সুরে বিঁধলেন রাণা সরকারকে। লম্বা-চওড়া পোস্টে কী লিখলেন অভিনেতা-রাজনীতিবিদ? মোট ছ'টি পয়েন্টে রাণা সরকারের প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন কুণাল ঘোষ। একে অপরকে প্রকাশ্যে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কুণাল-রাণা। পরস্পরের ফলোয়ার্স সংখ্যা থেকে শুরু করে দেবের বিরোধী নন এই সব বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন কুণাল ঘোষ। 

আরও পড়ুন 'সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না কিন্তু...', আরজি কর ইস্যু উসকে সোহিনীকে কেন বিঁধলেন কুণাল?

উল্লেখ্য, পুজোর আগে চারটি ছবির হলসংখ্যা নিয়ে নাকি ইতিমধ্যেই সমস্যা শুরু হয়ে গিয়েছে। কুণালের পোস্টে উঠে এসেছে সেই বিষয়টিও। রাণা সরকারকে খোঁচা মেরে কুণাল ঘোষের বক্তব্য, 'পুজোয় চারটে সিনেমাই প্রথম সপ্তাহে সমান সুযোগ পাক। তারপর দর্শকের সাড়া অনুযায়ী হল মালিক সিদ্ধান্ত নিক। এই চুক্তির কথা বললেই আপনি লাফাচ্ছেন কেন?' 

Kunal Ghosh Dev