/indian-express-bangla/media/media_files/2025/09/12/cats-2025-09-12-17-27-40.jpg)
সোহিনীকে তোপ কুণালের
Sohini Sarkar-Raghu Dakat Promotion: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় বহু প্রতিক্ষীত মুভি রঘু ডাকাত। মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবি মুক্তি পাবে দুর্গাপুজোয়। তার আগে জোর কদমে চলছে সিনেমার প্রচার। বেঙ্গল ট্যুরের মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে রঘু ডাকাতের প্রচারে ব্যস্ত সিনেমার কলাকুশলীরা। ট্রেনে চেপে টিম রঘু ডাকাতের এই প্রচারকৌশলে মুগ্ধ দেবভক্তরা। প্রিয় তারকাদের কাছে পেয়ে আপ্লুত অনুরাগীরা। মঞ্চে উঠে নাচে-গানে জমজমাট রঘু ডাকাতের প্রচারের মাঝেই তাল কাটল। সোশ্যাল মিডিয়ায় সোহিনীকে কটাক্ষ অভিনেতা-রাজনীতিবিদ কুণাল ঘোষের।
আরও পড়ুন 'আরও অনেক চ্যালেঞ্জ..', রঘু ডাকাতের প্রথম পর্বের শুটিং শেষে আর কী বললেন দেব?
ছবির প্রচারের মাঝে আচমকা কেন সোহিনীকে বিঁধলেন কুণাল? তাও আবার আরজি কর ইস্যুর একটি মন্তব্য ঘিরে। কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কাশ্মীর টু কন্যাকুমারী। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। অভয়া কাণ্ডে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন টলি অভিনেত্রী সোহিনী সরকারও। তিনি তখন সদ্য বিবাহিতা। সন্তানের জন্ম-মা হওয়া প্রসঙ্গে সোহিনী সাফ বলেছিলেন, এই বাংলা তাঁর সন্তানের জন্য নিরাপদ নয়। তাই মা হতে ভয় পান। সেই প্রসঙ্গ টেনেই কুণালের খোঁচা, 'বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়।'
এখানেই শেষ নয়, আরজি কর ইস্যুতে তৃণমূলকে বিঁধেছিলেন প্রতিবাদীরা। সেই তালিকা থেকে বাদ যান না সোহিনী সরকারও। কিন্তু, সিনেমার প্রচারে কোনও দলগত বিভেদ না দেখেই প্রচারে নেমেছেন অভিনেত্রী। সেই বিষয়টিকে সামনে রেখে কুণালের তোপ, 'তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তাঁর প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তাহলে বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না।' সোহিনীকে কটাক্ষের বাণে বিদ্ধ করলেও, পুজোর ছবি 'রঘু ডাকাত'-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি কুণাল ঘোষ। লাস্ট বাট নট ইন লিস্ট, সোহিনী কিন্তু, এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন শারদীয়ার মরশুমে বাংলার সবচেয়ে বড় কার্নিভাল! মালদায় পুজোর ছবির প্রচারে টিম 'রঘু ডাকাত'