'রক্তবীজ ২' মুক্তির আগে ইডির দফতরে অঙ্কুশ-মিমি, ছবির উপর কোনও প্রভাব পড়বে? মুখ খুললেন পরিচালক নন্দিতা

Raktabeej 2-Nandita Roy: 'রক্তবীজ ২' মুক্তির আগে দিল্লিতে ইডির দফতরে অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। এই ঘটনা ছবির উপর কোনও প্রভাব ফেলবে? কী বলছেন পরিচালক নন্দিতা রায়?

Raktabeej 2-Nandita Roy: 'রক্তবীজ ২' মুক্তির আগে দিল্লিতে ইডির দফতরে অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। এই ঘটনা ছবির উপর কোনও প্রভাব ফেলবে? কী বলছেন পরিচালক নন্দিতা রায়?

author-image
Kasturi Kundu
New Update
cats

নন্দিতার প্রতিক্রিয়া

Ankush Hazra Mimi Chakraborty-ED office: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে একসঙ্গে চারটি বাংলা সিনেমা। পুজোর ছবি নিয়ে বাঙালি দর্শকের মনে বরাবরই থাকে উন্মাদনা। এবারেও পুজো রিলিজ 'রক্তবীজ ২' নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। জোরকদমে চলছে সিনেমার প্রচার। তার মাঝেই ছন্দপতন। বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডি তলব করেছে এই ছবির দুই তারকা মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা। দিল্লিতে ইডির দফতরে হাজিরাও দিয়েছেন দুজন। সোমবার ম্যারাথন জেরার সামনে মিমি আর মঙ্গলে ইডির অফিসে পৌঁছলেন অঙ্কুশ। ছবি মুক্তির আগে বেআইনি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে মিমি-অঙ্কুশের নাম জড়ানোর ঘটনা ছবির উপর কোনও প্রভাব ফেলবে?

Advertisment

এই বিষয়ে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় রক্তবীজ ২-এর পরিচালক নন্দিতা রায়ের সঙ্গে। তাঁর মতে, 'সিনেমা মানুষ বিনোদনের জন্য দেখে। কলাকুশলীদের ব্যক্তিগতজীবনের সঙ্গে দর্শকের সিনেমা দেখার কোনও সম্পর্ক নেই। সেলিব্রিটিদের নিয়ে তো কত কথাই হয়, সেই প্রভাব কখনই সিনেমার উপর পড়ে না। রক্তবীজ ২-র ক্ষেত্রেও কোনও সমস্যা হওয়ার কথা নয়।' অন্যদিকে ইডির তলব-হাজিরা দেওয়ার বিষয়ে জানতে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, ফোনে তিনি অধরা। উল্লেখ্য, ইডির সমন পাওয়ার দিনও ফোনে সাড়া মেলেনি অভিনেতার। 

আরও পড়ুন অঙ্কুশের পর নিশানায় মিমি, 'রক্তবীজ ২'-র প্রচারের মাঝে ইডির সমন অভিনেত্রীকে!

Advertisment

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছান অঙ্কুশ। পরনে সাদা শার্ট এবং জিনস। অভিনেতার হাতে ছিলল বেশ কিছু নথিপত্র। এদিনই অর্থাৎ মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাকেও। প্রসঙ্গত, গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ রায়না-হরভজন সিং-সহ বেশ কিছু তারকা। 

অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ে ইডি ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকেও জিজ্ঞাসাবাদ করেছিল। সংস্থা খতিয়ে দেখছে সেলিব্রিটিদের সঙ্গে বেটিং অ্যাপগুলির যোগসূত্র, তারা কোনও প্রকার আর্থিক সাহায্য পেয়েছেন কি না এবং যোগাযোগের মাধ্যম কী ছিল। তদন্তের অংশ হিসেবে গুগল ও মেটার প্রতিনিধিদেরও ইডি তলব করেছিল। 

আরও পড়ুন অঙ্কুশের পর নিশানায় মিমি, 'রক্তবীজ ২'-র প্রচারের মাঝে ইডির সমন অভিনেত্রীকে!

Ankush Hazra Mimi Chakraborty