Kushal Tandon-Shivangi Joshi Breakup: ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ কুশল ট্যান্ডন ও শিবাঙ্গী যোশী। ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায় খ্যাত অভিনেত্রীর সঙ্গে কুশলের প্রেমের কাহিনি এই জুটির ভক্তদের বেশ পছন্দ ছিল। কিন্তু, অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্টে মন খারাপ অনুরাগীদের। শিবাঙ্গীর আপকামিং শো বড়ে আচ্ছে লগতে হ্যায় ৪-এর গ্র্যান্ড প্রিমিয়ারের ঠিক আগে ইনস্টা স্টোরিতে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। কুশন ট্যান্ডন প্রাক্তন সম্বোধন করেন শিবাঙ্গীকে। যদিও পরে সেই পোস্ট সরিয়ে দেন অভিনেতা। সেই পোস্ট অনুযায়ী, পাঁচ মাস আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু, পোস্ট মুছে দেওয়ায় খানিক রুষ্ঠ নেটনাগরিকরা। তাঁদের দাবি কুশল নিশ্চয়ই পোস্টটি মদ্যপ অবস্থায় করেছিলেন। তাই শেয়ার করার পর আবার সরিয়ে ফেলেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে কুশল লিখেছিলেন, 'সকলের প্রতি ভালবাসা জানিয়ে বলছি আমার আর শিবাঙ্গীর কোনও সম্পর্ক নেই। বিগত পাঁচ মাস আগেই আমাদের পথ আলাদা হয়েছে। আমি ওকে ওঁর আগামীর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এটা নিয়ে আর কোনও চর্চা করবেন না। ও আমার পরিবারের অংশ ছিল আছে আর থাকবে। একা ভাল আছি।' সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলোও করেছেন কুশল ও শিবাঙ্গী। প্রসঙ্গত, বরসতে মৌসম প্যায়র কা ধারাবাহিকের সময় থেকে একে অপরের কাছাকাছি আসেন। একসঙ্গে থাইল্যান্ড ট্রিপেও গিয়েছিলেন প্রাক্তন প্রেমিক যুগল। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন। তারপর এই ব্রেক আপের খবরে মন ভার কুশল-শিবাঙ্গী জুটির ভক্তদের।
আরও পড়ুন 'যতক্ষণ তুমি আছো ততক্ষণ...', বিমান দুর্ঘটনার পরে উৎকণ্ঠায় ক্যাপ্টেন পত্নী ও শিল্পী দেবলীনা
/indian-express-bangla/media/post_attachments/01abe3fe-b87.jpg)
বিচ্ছেদের খবর পোস্ট করে সরানোর পর নেটিজেনদের মধ্যে একজন মন্তব্য করেছেন, 'গতকাল রাতে নিশ্চয়ই মদ্যপ ছিলেন।' অপর এক ব্যক্তি তীর্যক ভাষায় আক্রমণ করে লেখেন, নিম্ন রুচিসম্পন্ন একজন মানুষ। ওঁর নতুন শোয়ের প্রিমিয়ারের ঠিক আগের দিন বিচ্ছেদের কথা ঘোষণা করছেন। এত অসংবেদনশীল! লাইমলাইটে থাকার জন্য এসব করছেন?' উল্লেখ্য, শিবাঙ্গীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে বড়ে আচ্ছে লগতে হ্যায় ৪-এর গ্র্যান্ড প্রিমিয়ারে ব্যস্ত রয়েছেন টেলি অভিনেত্রী। হর্ষদ চোপড়ার সঙ্গে দেখা যাবে তাঁকে। আগামী ১৬ জুন থেকে শুরু হবে সম্প্রচার।
আরও পড়ুন IPL-এর সানরাইজার্স হায়দরাবাদের মালকিনের সঙ্গে বিয়ে! চর্চার মাঝে বড় আপডেট শাহরুখের ছবির সংগীত পরিচালকের