Mandana Karimi Hospitalized: 'মনে হচ্ছিল ওটাই আমার শেষ...'উৎসবের দিনে হাসপাতালে মন্দনা, কেমন আছেন অভিনেত্রী?

Mandana Karimi Health Update: উৎসবের আবহে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মন্দনা করিমি। শারীরিক অবস্থার পরিণতি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন এই বলি ডিভা। উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

Mandana Karimi Health Update: উৎসবের আবহে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মন্দনা করিমি। শারীরিক অবস্থার পরিণতি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন এই বলি ডিভা। উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wewqewq

কেমন আছেন

Mandana Karimi Health Condition: উৎসবের মরশুমে খারাপ খবর। হাসপাতালের বিছানায় ছটফট করছিলেন 'ক্যয়া কুল হ্যায় হম ৩' খ্যাত অভিনেত্রী মন্দনা করিমি। শারীরিক অবস্থার পরিণতি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন এই বলি ডিভা। মঙ্গলবার ইনস্টাগ্রামে জানিয়েছেন মানসিক অবসাদ, শরীরে জলশূন্যতা ও চরম মানসিক চাপের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। একইসঙ্গে হেলথ আপডেটও শেয়ার করছেন মন্দানা। 

Advertisment

বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আমি গত কয়েক মাস ধরে প্রচণ্ড ব্যস্ত সিডিউলের মধ্যে ছিলাম। বিমান ধরার নির্দিষ্ট সময়, ইভেন্ট, রাতের পর রাত জাগা, মিটিং, ডেডলাইনের পিছনে দৌড় আর স্বপ্নের পেছনে ছুটে চলেছি। তখন সত্যিই এনার্জি ছিল। কিন্তু, শুক্রবার আমার শরীর জবাব দিয়ে দিল। সে জানান দিল, আজ আর নয়। আমার মনে হচ্ছিল ওটাই আমার শেষ হৃদস্পন্দন। আদতে সেটি ছিল অবসাদ, শরীরে জলের অভাব আর মানসিক চাপ। যা অনেক বেশি ভয়ঙ্কর ছিল।'

Advertisment

খানিকটা উচ্ছ্বাসের সঙ্গে যোগ করেন, 'কয়েকদিন নানান পরীক্ষা, স্ক্যান আর দম আটকে থাকা মুহূর্তের পর আমি সবচেয়ে মিষ্টি খবরটা পেলাম যে আমার হৃদয় শক্তিশালী। আমার শরীর ঠিক আছে। কিন্তু সত্য ঘটনা হল, আমি আমার শরীরের প্রতি ঠিকঠাক যত্ন নিইনি। আমি কেবল অ্যাড্রেনালিনের উপর ভর করে দৌড়াচ্ছিলাম। নীরব সতর্কবার্তাগুলো উপেক্ষা করছিলাম। যতক্ষণ পর্যন্ত বিষয়টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল ততক্ষণ বুঝিনি।' 

আরও পড়ুন হিরেখচিত পোশাকে গ্ল্যামারাস রাই সুন্দরী, প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন ঐশ্বর্য, দেখুন ভিডিও

মন্দানার সংযোজন, আমার 'ইকো' হওয়ার সময় নিজেই ধন্যবাদ না জানিয়ে পারিনি। আমাকে আগলে রাখার জন্য অনেক ধন্যবাদ আর যখন আমি সীমা অতিক্রম করে যাই তখন ক্ষমা করার জন্যও ধন্যবাদ। এই পোস্টটি আমাকে বারবার মনে করাবে আর বোঝাবে শক্তি মানে শুধু এগিয়ে চলা নয়। একটা জায়গায় থামতে হয়। শরীরের ভাষা আমরা এড়িয়ে গিয়ে সবকিছু অনায়াসে করে ফেলতে চাই। তবে এবার আমার শরীরের কাছে আমি কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার আরও ভাল করে যত্ন নেব।

মন্দনার এই আপডেট শেয়ার করার পর ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। এক অনুরাগী লেখেন, 'নিজের খেয়াল রাখুন। বিশ্রাম নিন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।' অপর এক ব্যক্তি আরোগ্য কামনা করে লেখেন, 'সবসময় আনন্দে এবং সুপারওম্যান হয়ে থাকুন। আরও এক ভক্ত মন্দাবার সুস্থতা কামনা করে লিখেছেন,  'শীঘ্র ভাল হয়ে উঠুন। আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী।'

আরও পড়ুন 'ম্যানেজার তো জানত ওঁর...', আয়োজককেও কাঠগোড়ায় তুলে তদন্তের দাবি, জুবিনের মৃত্যুতে বিস্ফোরক স্ত্রী

Bollywood News bollywood actress