/indian-express-bangla/media/media_files/2025/09/25/zubeen1-2025-09-25-12-04-30.jpg)
বিস্ফোরক জুবিনের স্ত্রী
Zubeen Garg Wife: ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম করার আগেই মৃত্যুর কোল ঢলে পড়েন বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গ। প্রয়াত শিল্পীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কাঠগোড়ায় অনুষ্ঠানে আয়োজক ও জুবিনের আপ্তসহায়ক। 'ইয়া আলি' খ্যাত জুবিন গর্গের স্ত্রী গরিমা তাঁর প্রয়াত স্বামীর যথাযথ মৃত্যুতদন্তের দাবি করেছেন। ইতিমধ্যেই জুবিনের পরিবার অসম পুলিশের অপরাধ তদন্ত দফতরে (CID) অনলাইনে অভিযোগ দায়ের করেছে। সংবাদসংস্থা PTI-এর রিপোর্ট মোতাবেক, গরিমা জানতে চেয়েছেন ঘটনার দিন জুবিনের সঙ্গে ঠিক কী ঘটেছিল। তাঁর কথায়, 'আমরা জানতে চাই ওঁর সঙ্গে আসলে কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কী ভাবে এই অবহেলা সম্ভব? আমাদের উত্তর চাই।'
গায়কের একাদশী শ্রাদ্ধ অর্থাৎ ১১ দিনের কাজ সম্পন্ন হওয়ার পর গরিমা দাবি করেন, যাঁরা সিঙ্গাপুরে ইয়টে তাঁর সঙ্গে ছিলেন বা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেককে উত্তর দিতে হবে। জুবিনের স্ত্রীর কথায়, ভিডিওতে জুবিনের শেষ মুহূর্তগুলো থেকে বোঝাই যাচ্ছিল তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। তাই এই ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। তিনি প্রশ্ন তোলেন, 'যখন জানা ছিল তিনি সাঁতার কাটার মতো অবস্থায় নেই তখন কেন জল থেকে তোলা হল না? ওকে তুলে আনা খুব সহজ ছিল।'
আরও পড়ুন আমি যদি অসমে মারা যাই...', কিংবদন্তি জুবিনের মৃত্যুর পর প্রকাশ্যে গায়কের ভবিষ্যদ্বাণী
গরিমা অভিযোগের আঙুল তোলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার দিকেও। তিনি জানান, জল ও আগুন থেকে জুবিনকে দূরে রাখা হয় সেটা ম্যানেজার জানতেন। জুবিনের খিঁচুনি (epileptic seizure) হওয়ার সম্ভবনা থাকে। এছাড়া উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, যিনি জুবিনের বন্ধু ছিলেন তিনিও যথাযথ ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন। তাঁর উদ্দেশ্যে গরিমার প্রশ্ন, কেন চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তা বা বিশেষ প্রস্তুতি রাখা হয়নি?
আরও পড়ুন জুবিনের মৃত্যুতে সঠিক তদন্তের দাবি, CID-এর কাছে অনলাইনে অভিযোগ দায়ের পরিবারের
জুবিনের স্ত্রী জানিয়েছেন, গত আগস্টে খিঁচুনি ওঠার পর থেকেই তিনি শুধু একটি ওষুধ নিয়মিত খাচ্ছিলেন। সিঙ্গাপুরেও সেই ওষুধ সঙ্গে ছিল। গরিমা আরও জানান, ঘটনার একদিন আগে ফোনে কথা বলার সময় জুবিন কোনও ইয়টে যাওয়ার পরিকল্পনার কথা তাঁকে জানাননি। তাঁর বক্তব্য, 'ও সাধারণত এসব নিয়ে খুব উৎসাহী থাকে। কিন্তু এবার কিছুই বলেনি। এতে আমার সন্দেহ হচ্ছে, হয়ত ও নিজেই এই পরিকল্পনার বিষয়ে কিছু জানত না।'