Mukul Dev Past Life: মুকুল দেবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টিনসেল টাউন। অপ্রত্যাশিত এই মৃত্যুসংবাদে মন খারাপ মুকুলের ভক্তদের। অভিনেতার আকস্মিক মৃত্যু ঘিরে ঘণীভূত হচ্ছে রহস্য। সতীর্থ বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর পর প্রকাশ্যে বলেছেন, অভিনেতা অবসাদে ভুহছিলেন। একাকীত্ব গ্রাস করেছিল। যার জন্য মদে ডুবে থাকতেন। অভিনেত্রী মুগ্ধ গডসেও ফাঁস করেছেন চাঞ্চল্যকর তথ্য। তাঁর কথায় মৃত্যুর কয়েকদিন আগে আইসিইউ-তে ভর্তি ছিলেন মুকুল। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, মুকুলের অসুস্থতা পরিবার গোপন করছে। কয়েক বছর পিছনে ফিরে গেলে মনে পড়বে ২০২০ সালে Eastern Eye-কে দেওয়া মুকুলের সাক্ষাৎকার।
স্মৃতি হাতড়ে প্রাক্তন স্ত্রী প্রসঙ্গে বলেছিলেন, '২০০২ সালে ৩০ ডিসেম্বর আমার মেয়ের জন্ম। তখন আমি দিল্লিতে। মধ্যরাতে প্রাক্তন স্ত্রী শিল্পার ফোন। পরদিন সকালে আমার সদ্যোজাত মেয়েকে আমার দুই বাহুতে জড়িয়ে ধরি। সেই মুহূর্তটা ছিল জীবনের সেরা মুহূর্ত।' ওই সাক্ষাৎকারে মুকুল আরও একটি সুন্দর মুহূর্তের কথা শেয়ার করেছিলেন যেটা কোনওদিন ভুলতে পারবেন না। অভিনেতা বলেছিলেন, 'যেদিন আমার মেয়ে প্রথম স্কুলে গেল। দিল্লির শ্রীরাম স্কুলে ভর্তি হয়েছিল। আমার জীবনে ওটা ছিল গর্বের দিন। আমরা দুজনেই খুব চিন্তিত ছিলাম। কারণ ওর বয়স তকন খুবই কম। স্কুলের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু, ভাল মেধার জন্য খুব ভাল ভাবে পাশ করেছিল।'
আরও পড়ুন 'খের সাব জীবন নিয়েও কিছু শেখান', মুকুলের মৃত্যুতে মধ্যরাতে ভিডিওবার্তায় স্মৃতিচারণা অনুপমের
২০২২-এ মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিয়া দেবের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। ETimes-কে মুকুলের মৃত্যুর পর তাঁর বন্ধু বিন্দু দারা সিং জানিয়েছেন সিয়া তাঁর বাবার সঙ্গে থাকতেন না। মুকুল ওাঁর প্রাক্তন স্ত্রী শিল্পা কেউই ব্যক্তিগতজীবন সেভাবে কখনই লাইমলাইটে আনেননি। যতদূর জানা যায় ২০০৫ সালে আলাদা হয় দুজনের পথ। মুকুলের মৃত্যুর পর এখনও শিল্পা কোনও প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে দাদা রাহুল দেব গভীর শোকপ্রকাশ করে জানিয়েছেন, 'আমাদের সকলের প্রিয় ভাই গতকাল রাতে দিল্লিতে শান্তির মৃত্যু বরণ করেছেন। একমাত্র মেয়ে সিয়া দেবের সঙ্গে থাকতেন মুকুল। মৃত্যুর সময় রেখে গেলেন রেশমি কৌশল, রাহুল দেব ও ভাইপো সিদ্ধান্ত দেব। বিকেল পাঁচটায় শেষকৃত্য সম্পন্ন হবে।'
আরও পড়ুন স্ক্রিপ্ট তৈরি করেও অধরা কাজ, মৃত্যুর আগে ছিলেন ICU-তে! মুকুলের মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য