Sushant-Shefali Raksha Bandhan: ৯ অগাস্ট রাখি পূর্ণিমা। ভাইয়ের মঙ্গল এবং ভাই-বোনের সম্পর্কের দৃঢ়তা কামনা করে ভাইয়ের হাতে মঙ্গলসুতো বাঁধার উৎসব। শুধু তাই নয়, রাখি হল সম্পর্কের বন্ধনের উৎসব। রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গলকামনার প্রতিদানে বোনের সুরক্ষা এবং ভাইবোনের মজবুত সম্পর্কের বন্ধনও বৃদ্ধি হয়। রাখি বন্ধনের ঐতিহ্য হল বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে আর ভাই তার বোনের রক্ষাকবচ হিসেবে আজীবন সুরক্ষা ও ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। রাখি শুধু ভাই বোনের সম্পর্কের প্রতীক নয় বরং ভালবাসা, বিশ্বাস ও দায়িত্বের বন্ধন। এমন এক উৎসবের দিনে মন ভার প্রয়াত অভিনেত্রী শেফালি জারিওয়ালার 'রাখি ব্রাদার' হিন্দুস্তানি ভাও ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদির। দুজনের সোশ্যাল মিডিয়ায় ভাই-বোনের উদ্দেশে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।
আরও পড়ুন আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে সুস্থ সমাজ গড়ার বার্তা কিঞ্জলের, নবান্ন অভিযান ঘিরে কী বললেন হিরণ?
সুশান্ত স্মরণে রাখিবন্ধনের দিন দিদি শ্বেতা অতীতের স্মৃতির কোলাজে আবেগঘন পোস্টে পরিবারের নানা মুহূর্ত, শৈশবের ছবি, বড় হয়ে ওঠা, আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আরও একবার ফিরে দেখলেন। ভিডিওর সঙ্গে শ্বেতা লিখেছেন, 'কখনও কখনও মনে হয় তুমি কোথাও যাওনি এখানেই আছো। শুধু এক অদৃশ্য পর্দার ওপারে নীরবে আমাদের দেখছো।'
ভাইকে হারানোর যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, 'তারপর হঠাৎই বেদনার ঢেউ আছড়ে পড়ে। আমি কি সত্যিই তোমায় আর কখনও দেখব না? তোমার হাসি কি কেবল প্রতিধ্বনি হয়ে থাকবে? তোমার কণ্ঠস্বর কি স্মৃতির ভিড়ে হারিয়ে যাবে? এই শোক এতটাই ব্যক্তিগত এতটাই গভীর যে শব্দের সামনে ক্ষুদ্র হয়ে যায়। দিন যত গড়ায়, তা তত গভীর হয়। বাস্তব কতটা ক্ষণস্থায়ী সম্পর্ক কতটা ভঙ্গুর আর কেবল ঈশ্বরই প্রকৃত আশ্রয়।'
মনের বিশ্বাস উজার করে শ্বেতা লিখেছেন, 'আমি জানি আমরা আবার দেখা করব ভাই। সময় ও গল্পের গণ্ডি পেরিয়ে যেখানে আত্মারা একে অপরকে চিনে নেয় শুধু ভালোবাসার নীরব ভাষায়। ততদিন আমি এখানে আছি মনে মনে তোমার হাতে রাখি বাঁধছি প্রার্থনা করছি তুমি যেন যেখানে থাকো। আনন্দ, শান্তি ও আলোয় ঘেরা থাকো। আবার দেখা হওয়া পর্যন্ত ভালোবাসা রইল, তোমার গুড়িয়া দি।'
অন্যদিকে রাখিবন্ধনের দিন শেফালি জারিওয়ালার জন্য বড্ড মন খারাপ হিন্দুস্তানি ভাওয়ের। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকতেন দুজনেই। কিন্তু, আর কখনও সেই সোনালি দিনগুলো ফিরবে না! বোন শেফালির তরফে নিজেই নিজের হাতে রাখি বাঁধলেন।
আরও পড়ুন রাখি পরিয়েই উপহারের আবদার, চার বোনের রক্ষাকবচ হিসেবে কী প্রতিজ্ঞা প্রতীকের?