RG Kar Protest-Kinjal Nanda: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে সুস্থ সমাজ গড়ার বার্তা কিঞ্জলের, নবান্ন অভিযান ঘিরে কী বললেন হিরণ?

Kinjal Nanda-Hiran On RG Kar Issue: আরজি কর ঘটনার বর্ষপূর্তিতে রাজপথে নাগরিক সমাজ। অভয়ার মা-বাবার আর্জিতে নবান্ন অভিযানে প্রত্যেককে পাশে থাকার অনুরোধ হিরণের। সোশ্যালে কী বার্তা আন্দোলনের অন্যতম মুখ ও অভিনেতা কিঞ্জল নন্দ?

Kinjal Nanda-Hiran On RG Kar Issue: আরজি কর ঘটনার বর্ষপূর্তিতে রাজপথে নাগরিক সমাজ। অভয়ার মা-বাবার আর্জিতে নবান্ন অভিযানে প্রত্যেককে পাশে থাকার অনুরোধ হিরণের। সোশ্যালে কী বার্তা আন্দোলনের অন্যতম মুখ ও অভিনেতা কিঞ্জল নন্দ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আরজি কর কাণ্ডের ১ বছর!

RG Kar incident 1st Anniversary: আজ থেকে ঠিক একবছর আগে অভয়া ধর্ষণের সেই অভিশপ্ত সেই দিন অর্থাৎ ৯ অগাস্টের বর্ষপূর্তি। আরজি কর হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত। কন্যাহারা মা-বাবার শোকের এক বছর পার! অভয়ার মর্মান্তিক মৃত্যুর বর্ষপূর্তিতে রাজপথে জনজোয়ার।  হাজার কণ্ঠ জানতে চায়, 'আর কবে?' অভয়া সত্যিই  প্রকৃত বিচার পাবে নাকি একমাত্র দোষী সঞ্জয়ের যাবজ্জীবন কারাবাসের রায়দানেই কফিনের শেষ পেরেকটা পরে গিয়েছে? এমন অনেক প্রশ্ন আজও মানুষের মনে। 

Advertisment

৯ অগাস্ট রাখিবন্ধনের আগের দিন অর্থাৎ ৮ অগাস্ট রাত দখলের ডাক দিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'। প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। অভয়ার বিচার চেয়ে পথে নেমেছেন রেডিও জকি অগ্নিও। সোশ্যাল মিডিয়ায় অভয়ার বিচারের দাবি জানিয়েছেন আরজি কর ঘটনার প্রতিবাদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। ভিডিওবার্তায় নবান্ন অভিযানে অভয়ার বাবা-মায়ের পাশে সকলকে থাকার আর্জি জানিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ হিরণ। 

অভয়ার প্রতীকী ছবির সামনে মোমবাতি জ্বলছে এমন একটি ছবি শেয়ার করে কিঞ্জল নন্দ খাঁটি মানুষ নিয়ে একটা সুস্থ সমাজ গড়ে ওঠার স্বপ্নের কথা বলেছেন। অভয়ার না থাকার ১ বছর, আজকের দিনে সহকর্মী, একজন নাগরিক হিসেবে অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল কী লিখলেন? 

Advertisment

 'রাগ,কষ্ট,হতাশা,ভয়,অভিমান,আক্ষেপ,ভুলবোঝাবুঝি,রাজনৈতিক,অরাজনৈতিক,সময়,অসময়,নেতা,অভিনেতা,মডেল,বিজ্ঞাপন…শুধু একজন নাগরিক হয়ে অন্যায় এর প্রতিবাদ করেছি। ভবিষ্যতে এটা বলতে পারব অন্যায় দেখে চুপ করে থাকিনি, প্রতিবাদ করেছি। কোনও নেতা হতে বা নিজের আখের গোছাতে আসিনি। আখের গোছানোর জন্য অনেক সুযোগ পেয়েছি জীবনে। কোনও কিছু কে পাত্তা দিইনি।'

আরও পড়ুন কিঞ্জলকে গালিগালাজ জীতুর, আরজি কর আন্দোলনের মুহূর্ত ভাইরাল হতেই মুখ খুললেন জুনিয়র চিকিৎসক

আরও যোগ করেন, 'জীবনের স্রোতে থিয়েটার এর নেশায় নিজেকে ডুবিয়েছি বারবার। বাকি সব কিছু হতে থাকবে, প্রকৃত মানুষ একটু যদি হওয়া যায় সেই চেষ্টা থাকবে। কোনও মানুষ খারাপ হয়ে জন্মায় না পরিস্থিতি, সমাজ ,তাঁকে খারাপের দিকে নিয়ে যায়। আসুন সবাই মিলে একটা সুস্থ, সুন্দর সমাজ গড়ে তুলি যেখানে কিছু খাঁটি মানুষ পাওয়া যাবে।'

৮ অগাস্ট একটি ভিডিওবার্তায় হিরণ সকলকে নবান্ন অভিযানে সামিল হওয়ার আর্জি জানান। অভয়ার বাবা-মায়ের পাশে থাকতে অনুরোধ করেন। অভিনেতা-রাজনীতিবিদের কথায়, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার এক বছর হয়ে গেল। আজও আমরা আমাদের বোনের বিচার পাইনি। ৯ই আগস্ট, চলুন আমরা সকলে তাঁর শ্রদ্ধেয় বাবা-মায়ের হাত ধরে রাস্তায় নামি। অন্যায় এর বিরুদ্ধে, ন্যায়ের দাবিতে, সত্যের জয়ে!

আরও পড়ুন দেবীপক্ষের প্রাক্কালেই লক্ষ্মীর আগমন, দ্বিতীয়বার বাবা হলেন বাঙালি অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল

RG Kar Medical College RG Kar Case Kinjal Nanda